Ajker Patrika

আইইউবিএটির নতুন উপ-উপাচার্য ড. মো. মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ১৯: ৪৩
আইইউবিএটির নতুন উপ-উপাচার্য ড. মো. মাহমুদুর রহমান

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. মাহমুদুর রহমান।

আজ বুধবার আইইউবিএটি থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, রাষ্ট্রপতির অনুমোদনক্রমে ড. মো. মাহমুদুর রহমান যোগদানের তারিখ থেকে আগামী চার বছরের জন্য এই পদে নিয়োগ পেয়েছেন। 

আরও বলা হয়, ড. মো. মাহমুদুর রহমান ২০১০ থেকে ২০১২ সালে প্রিন্সেস মেরিনা হাসপাতাল, গ্যাবোর্ন, বতসোয়ানার ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের প্রধান হিসেবে কাজ করেছেন। তিনি একজন অনুশীলনকারী ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং একজন হিপনোথেরাপিস্ট—যিনি লন্ডন, যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকা থেকে সম্মোহন থেরাপিতে প্রশিক্ষিত। তিনি ১৯৯৩ সালে কানাডার ম্যানিটোবা ইউনিভার্সিটি থেকে ডেভেলপমেন্টাল সাইকোলজিতে তাঁর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 

মাহমুদুর রহমান ১৯৮১ সালের জানুয়ারি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। ২০০৩ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৫ সাল থেকে একই বিভাগের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত