Ajker Patrika

রূপগঞ্জে শিশুকে ধর্ষণের দায়ে ২ জনের যাবজ্জীবন 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
রূপগঞ্জে শিশুকে ধর্ষণের দায়ে ২ জনের যাবজ্জীবন 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক শিশুকে (১১) সংঘবদ্ধ ধর্ষণের দায়ে দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই মামলায় খালাস পেয়েছে আরও তিনজন। রায়ে উভয়কে ১ লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—রূপগঞ্জের বরপা বাগানবাড়ি এলাকার মৃত সাহাবুদ্দিনের ছেলে মিশন (৩৮) এবং একই এলাকার রফিক মিল্কীর ছেলে রুবেল মিল্কী (২৮)। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।

রায়ের সত্যতা নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিব উদ্দিন বলেন, ২০১৭ সালের ১ জানুয়ারি রূপগঞ্জের বরপা এলাকায় শিশুটিকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ করে আসামিরা। শিশুটি বাড়ি ফিরে বাবা মাকে জানায়। শিশুটির মা থানায় মামলা দায়ের করেন। এই ঘটনা মেনে নিতে না পেরে পরবর্তীতে শিশুটি আত্মহত্যা করে। মামলায় মোট সাতজন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এই রায় ঘোষণা করেন। রায়ে দুজনকে যাবজ্জীবন ও তিনজনকে খালাস দিয়েছেন আদালত।

একই বিষয়ে আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত