Ajker Patrika

রূপগঞ্জে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০৯: ৫০
রূপগঞ্জে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক ছাত্রদল নেতা আবু মোহাম্মদ মাসুমের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীদের বিরুদ্ধে। 

আজ বুধবার রাত ৯টার দিকে উপজেলার রূপগঞ্জ থানা এলাকায় আবু মাসুমের বাড়িতে হামলা চালানো হয়। এ সময় বাড়ির গেট ভেঙে প্রবেশ করে ভেতরে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছেন ভুক্তভোগী। ভুক্তভোগীর দাবি, উপজেলা ছাত্রলীগের সভাপতি রিয়াজের নেতৃত্বে অন্তত ৫০ জনের একটি দল এই হামলা চালায়। 

প্রকাশিত বেশ কয়েকটি ভিডিওতে দেখা যায়, মাসুমের বাড়ির গেটে হামলাকারীরা লাঠিসোঁটা দিয়ে ব্যাপক আঘাত করছে। লাঠিসোঁটা নিয়ে গেট ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করছে হামলাকারীরা। তবে ঘটনার সময় মাসুম বাড়িতে উপস্থিত ছিলেন না। হামলাকারীরা ঘরে ঢুকে প্রতিটি কক্ষ ভাঙচুর করে। ঘরের ভেতরে থাকা টিভি, ফ্রিজ, এসি ভেঙে ফেলা হয়। বাদ যায়নি টয়লেটের কমোডও। এ ছাড়া আলমারিতে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় তারা। 

এ বিষয়ে আবু মাসুম বলেন, ‘গত দুই দিন অবরোধের সমর্থনে আমি রূপগঞ্জে বেশ কিছু কর্মসূচি পালন করেছি। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে অর্ধশত নেতা-কর্মী আমার বাড়িতে হামলা চালায়। বাড়ির গেট ভেঙে দোতালা বাড়ির পুরো অংশে তাণ্ডব চালিয়েছে। আমার অন্তত ৩০ লাখ টাকার সম্পত্তি ক্ষতি করেছে। আমি পুলিশের গ্রেপ্তারি এড়াতে বাড়িতে থাকি না, সেটা জেনেও শুধু আমার পরিবারকে নির্যাতন করতে এই হামলা চালিয়েছে।’

এ বিষয়ে জানতে উপজেলা ছাত্রলীগের সভাপতি রিয়াজ বলেন, ‘আবু মাছুম খুবই হিংস্র এবং সন্ত্রাসীমূলক চরিত্রধারী ছাত্রদলের একজন নেতা। তার দলের ভেতরে তাকে নিয়ে অনেক কোন্দল রয়েছে। সেই কোন্দলকে কেন্দ্র করে তারা নিজেরাই ঝগড়াবিবাদ সৃষ্টি করে বাড়ি ভাঙচুর করতে পারে। অথবা তারা নিজেরাই ভাঙচুর করে আওয়ামী লীগের সুনাম নষ্ট করার চেষ্টায় এ ধরনের আত্মঘাতী কাজ করতে পারে।’

রিয়াজ বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ তথা রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ শান্তিতে বিশ্বাসী, আমরা জনগণকে শান্তিতে এবং সহযোগিতা করতে সর্বদাই প্রস্তুত আছি, ছিলাম, থাকব। কোনো বিএনপি-জামায়াতের অপশক্তি রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগকে প্রতিহত করতে পারবে না ইনশা আল্লাহ।’ 

ঘটনা শোনার পরপরই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে বলে মন্তব্য করেন জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) আবির হোসেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘থানার পাশে একটি বাড়িতে ভাঙচুরের খবর পেয়ে রূপগঞ্জ থানার একটি টিম সেখানে গেছে। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। কারা এই হামলা চালিয়েছে, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত