নারায়ণগঞ্জ প্রতিনিধি
দুই মাসের মধ্যে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ট্রেন চলাচলের আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। আজ শনিবার দুপুরে শহরের শেখ রাসেল পার্কে সাংবাদিকদের এ আশ্বাসের কথা জানান রেলমন্ত্রী। চাষাঢ়া রেলস্টেশন থেকে নারায়ণগঞ্জ রেলস্টেশনের মধ্যবর্তী ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণে ভূমি-সংক্রান্ত জটিলতা সরেজমিন পরিদর্শনে আসেন তিনি।
এ সময় রেলমন্ত্রী বলেন, ‘ঢাকা থেকে পদ্মা সেতুর রেল সংযোগ প্রজেক্টের জন্য ঢাকা নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে। আমার ধারণা, আগামী এক থেকে দুই মাসের মধ্যে এই কাজ শেষ হয়ে যাবে। তখন আবার আমরা ট্রেন চালু করতে পারব।’
মন্ত্রী বলেন, বাংলাদেশের সব যানবাহনের ভাড়া বেড়েছে। শুধু রেলপথে ভাড়া বাড়েনি। প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, ট্রেন হচ্ছে সেবামূলক। সাধারণ মানুষের আরামদায়ক চলাচলের কথা চিন্তা করেই সব কাজ করা হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, ‘নারায়ণগঞ্জে আজকের পরিদর্শনের মূল বিষয় আমাদের কাজে সমন্বয় তৈরি করা। বিশেষ করে সিটি করপোরেশনের সঙ্গে আমাদের কিছু জায়গা রয়েছে, যা ফার্স্ট গেট থেকে স্টেশন পর্যন্ত। ডাবল লাইন যেহেতু হচ্ছে, তাই আমাদের কিছু জায়গাসংকট পড়েছিল। সড়কের কিছু অংশ যদি রেলওয়ের কাছে আসে, তাহলেই এই সমস্যা আর থাকে না। অনেকের ধারণা ছিল, রাস্তাই তাতে বন্ধ হয়ে যাবে। কিন্তু আজ মেয়র ও আমি সরেজমিন রাস্তা পরিদর্শন করলাম। সেটি দেখতেই আমাদের আসা। রেলওয়ের অন্য কর্মকর্তারাও দেখেছেন।’
সুজন বলেন, ‘ডাবল লেনের কাজ অনেকটা থিওরিটিক্যালি বন্ধের উপক্রম হয়েছিল। এই রেলপথ নারায়ণগঞ্জবাসীর জন্যই হচ্ছে। আমার মনে হয়, কাজ আরও দ্রুতগতিতে এগিয়ে যাবে। ডাবল লেন হলে কমপক্ষে ৫০টি ট্রেন আপ-ডাউন করতে পারবে। জনগণের সমস্যা সমাধানেই আমাদের ছুটে আসা।’
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, মহানগর সভাপতি আনোয়ার হোসেন, জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু, রেলওয়ে ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতারা।
দুই মাসের মধ্যে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ট্রেন চলাচলের আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। আজ শনিবার দুপুরে শহরের শেখ রাসেল পার্কে সাংবাদিকদের এ আশ্বাসের কথা জানান রেলমন্ত্রী। চাষাঢ়া রেলস্টেশন থেকে নারায়ণগঞ্জ রেলস্টেশনের মধ্যবর্তী ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণে ভূমি-সংক্রান্ত জটিলতা সরেজমিন পরিদর্শনে আসেন তিনি।
এ সময় রেলমন্ত্রী বলেন, ‘ঢাকা থেকে পদ্মা সেতুর রেল সংযোগ প্রজেক্টের জন্য ঢাকা নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে। আমার ধারণা, আগামী এক থেকে দুই মাসের মধ্যে এই কাজ শেষ হয়ে যাবে। তখন আবার আমরা ট্রেন চালু করতে পারব।’
মন্ত্রী বলেন, বাংলাদেশের সব যানবাহনের ভাড়া বেড়েছে। শুধু রেলপথে ভাড়া বাড়েনি। প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, ট্রেন হচ্ছে সেবামূলক। সাধারণ মানুষের আরামদায়ক চলাচলের কথা চিন্তা করেই সব কাজ করা হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, ‘নারায়ণগঞ্জে আজকের পরিদর্শনের মূল বিষয় আমাদের কাজে সমন্বয় তৈরি করা। বিশেষ করে সিটি করপোরেশনের সঙ্গে আমাদের কিছু জায়গা রয়েছে, যা ফার্স্ট গেট থেকে স্টেশন পর্যন্ত। ডাবল লাইন যেহেতু হচ্ছে, তাই আমাদের কিছু জায়গাসংকট পড়েছিল। সড়কের কিছু অংশ যদি রেলওয়ের কাছে আসে, তাহলেই এই সমস্যা আর থাকে না। অনেকের ধারণা ছিল, রাস্তাই তাতে বন্ধ হয়ে যাবে। কিন্তু আজ মেয়র ও আমি সরেজমিন রাস্তা পরিদর্শন করলাম। সেটি দেখতেই আমাদের আসা। রেলওয়ের অন্য কর্মকর্তারাও দেখেছেন।’
সুজন বলেন, ‘ডাবল লেনের কাজ অনেকটা থিওরিটিক্যালি বন্ধের উপক্রম হয়েছিল। এই রেলপথ নারায়ণগঞ্জবাসীর জন্যই হচ্ছে। আমার মনে হয়, কাজ আরও দ্রুতগতিতে এগিয়ে যাবে। ডাবল লেন হলে কমপক্ষে ৫০টি ট্রেন আপ-ডাউন করতে পারবে। জনগণের সমস্যা সমাধানেই আমাদের ছুটে আসা।’
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, মহানগর সভাপতি আনোয়ার হোসেন, জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু, রেলওয়ে ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতারা।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৫ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
৮ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১৩ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে