মাহিদুল ইসলাম মাহি, হরিরামপুর (মানিকগঞ্জ)
মানিকগঞ্জের হরিরামপুরে মৎস্য সম্পদকে ধ্বংস করতে পদ্মা নদীসহ খাল বিলে ব্যবহার করা হচ্ছে ‘চায়না দোয়ারি’ নামের বিশেষ এক ধরনের জাল। সেই জালে নির্বিচারে মারা পড়ছে পোনাসহ সব ধরনের মাছ। ফলে হুমকির মুখে পড়েছে এই এলাকার মৎস্য সম্পদ।
সরেজমিন পদ্মা নদীসহ ভাতছালা, দিয়ারবিল ও গোপীনাথপুর বিলে গিয়ে দেখা যায়, অসংখ্য বাঁশের খুঁটি দাঁড়িয়ে আছে আর খুঁটিতে বেঁধে রাখা হয়েছে চায়না দোয়ারি জাল। কমপক্ষে ৮০ ফুট লম্বা একেকটি ফাঁদ।
এদিকে উপজেলার বয়রা, হারুকান্দি ও রামকৃষ্ণপুর ইউনিয়নের প্রায় ৮ কি.মি এলাকায় পদ্মাপাড় রক্ষাবাধ রয়েছে। এ বাঁধের আন্ধারমানিক খালপাড় বয়রা, দাশকান্দি বয়রা, দড়িকান্দি, রামকৃষ্ণপুর ইউনিয়নের বকচর, আলগীচর, জগনাথপুর, রামকৃষ্ণপুর, হারুকান্দি ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর, হারুকান্দি এলাকার কয়েকটি জায়গায় জিও ব্যাগ কেটে চায়না দোয়ারি (জাল) বেঁধে রাখা হয়েছে। জিও ব্যাগে বাঁশ দিয়ে গর্ত করে ফেলানো হয়েছে এসব জাল। এতে করে হুমকির মুখে পড়েছে বাঁধ।
‘চায়না দোয়ারি’ দিয়ে মাছ শিকারি কয়েকজন জেলে জানান, তাঁরা এই বর্ষায় এ ফাঁদ দিয়েই মাছ শিকার করছেন। একেকটি চায়না দোয়ারির দাম পড়ে ৭ থেকে ৮ হাজার টাকা। সহজে মাছ ধরা পড়ে। পরিশ্রম কম, আয়ও বেশি।
গোপীনাথপুর ইউনিয়নের বিল্টু মিয়া নামের এক মৎস্য শিকারি বলেন, ‘আমি চায়না জাল দিয়ে মাছ ধরি না। বাঁশের তৈরি দোয়ারি দিয়ে মাছ ধরি। আমি পদ্মায় দোয়ারি দিয়ে মাছ ধরি। মাঝে মাঝে বিলেও ধরি। আমাদের গোপীনাথপুর বিলে ৮০ ভাগ জেলে চায়না দোয়ারি দিয়ে মাছ ধরে।’
চালা ইউনিয়নের হারেস নামের এক মৎস্য শিকারি বলেন, ভাতছালা বিলে শতকরা ৯০ ভাগ মৎস্য শিকারি চায়না জাল দিয়ে মাছ ধরেন।
চালা ইউনিয়নের সট্টি গ্রামের কালাম দেওয়ান বলেন, ‘পুরো ভাতছালা বিলে হাজার হাজার জাল পেতে রাখা হয়েছে। ছোট ছোট পোনা ধরছে তাঁরা। আমি উপজেলা মৎস্য কর্মকর্তাকেও জানিয়েছি।’
রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. কামাল হোসেন বলেন, ‘চায়না দোয়ারি দিয়ে মাছ ধরতে গিয়ে আমার ইউনিয়নের পদ্মা পাড়ের বেড়ি বাধেরও ক্ষতি করছে মৎস্য শিকারিরা। বিষয়টি প্রশাসনকে জানিয়েছি।’
হরিরামপুর উপজেলা মৎস্য সম্পদ কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, ‘চায়না দোয়ারি জালের বিরুদ্ধে অভিযান চালানো হবে। কয়েক দিন আগে ইউএনও স্যার আর আমি ১ হাজার মিটার জাল জব্দ করেছি।’
এ বিষয়ে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ধূলসুরা এলাকায় কয়েক দিন আগে ১ হাজার মিটার চায়না জাল ধ্বংস করেছি। কারেন্ট জাল এবং চায়না জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
মানিকগঞ্জের হরিরামপুরে মৎস্য সম্পদকে ধ্বংস করতে পদ্মা নদীসহ খাল বিলে ব্যবহার করা হচ্ছে ‘চায়না দোয়ারি’ নামের বিশেষ এক ধরনের জাল। সেই জালে নির্বিচারে মারা পড়ছে পোনাসহ সব ধরনের মাছ। ফলে হুমকির মুখে পড়েছে এই এলাকার মৎস্য সম্পদ।
সরেজমিন পদ্মা নদীসহ ভাতছালা, দিয়ারবিল ও গোপীনাথপুর বিলে গিয়ে দেখা যায়, অসংখ্য বাঁশের খুঁটি দাঁড়িয়ে আছে আর খুঁটিতে বেঁধে রাখা হয়েছে চায়না দোয়ারি জাল। কমপক্ষে ৮০ ফুট লম্বা একেকটি ফাঁদ।
এদিকে উপজেলার বয়রা, হারুকান্দি ও রামকৃষ্ণপুর ইউনিয়নের প্রায় ৮ কি.মি এলাকায় পদ্মাপাড় রক্ষাবাধ রয়েছে। এ বাঁধের আন্ধারমানিক খালপাড় বয়রা, দাশকান্দি বয়রা, দড়িকান্দি, রামকৃষ্ণপুর ইউনিয়নের বকচর, আলগীচর, জগনাথপুর, রামকৃষ্ণপুর, হারুকান্দি ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর, হারুকান্দি এলাকার কয়েকটি জায়গায় জিও ব্যাগ কেটে চায়না দোয়ারি (জাল) বেঁধে রাখা হয়েছে। জিও ব্যাগে বাঁশ দিয়ে গর্ত করে ফেলানো হয়েছে এসব জাল। এতে করে হুমকির মুখে পড়েছে বাঁধ।
‘চায়না দোয়ারি’ দিয়ে মাছ শিকারি কয়েকজন জেলে জানান, তাঁরা এই বর্ষায় এ ফাঁদ দিয়েই মাছ শিকার করছেন। একেকটি চায়না দোয়ারির দাম পড়ে ৭ থেকে ৮ হাজার টাকা। সহজে মাছ ধরা পড়ে। পরিশ্রম কম, আয়ও বেশি।
গোপীনাথপুর ইউনিয়নের বিল্টু মিয়া নামের এক মৎস্য শিকারি বলেন, ‘আমি চায়না জাল দিয়ে মাছ ধরি না। বাঁশের তৈরি দোয়ারি দিয়ে মাছ ধরি। আমি পদ্মায় দোয়ারি দিয়ে মাছ ধরি। মাঝে মাঝে বিলেও ধরি। আমাদের গোপীনাথপুর বিলে ৮০ ভাগ জেলে চায়না দোয়ারি দিয়ে মাছ ধরে।’
চালা ইউনিয়নের হারেস নামের এক মৎস্য শিকারি বলেন, ভাতছালা বিলে শতকরা ৯০ ভাগ মৎস্য শিকারি চায়না জাল দিয়ে মাছ ধরেন।
চালা ইউনিয়নের সট্টি গ্রামের কালাম দেওয়ান বলেন, ‘পুরো ভাতছালা বিলে হাজার হাজার জাল পেতে রাখা হয়েছে। ছোট ছোট পোনা ধরছে তাঁরা। আমি উপজেলা মৎস্য কর্মকর্তাকেও জানিয়েছি।’
রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. কামাল হোসেন বলেন, ‘চায়না দোয়ারি দিয়ে মাছ ধরতে গিয়ে আমার ইউনিয়নের পদ্মা পাড়ের বেড়ি বাধেরও ক্ষতি করছে মৎস্য শিকারিরা। বিষয়টি প্রশাসনকে জানিয়েছি।’
হরিরামপুর উপজেলা মৎস্য সম্পদ কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, ‘চায়না দোয়ারি জালের বিরুদ্ধে অভিযান চালানো হবে। কয়েক দিন আগে ইউএনও স্যার আর আমি ১ হাজার মিটার জাল জব্দ করেছি।’
এ বিষয়ে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ধূলসুরা এলাকায় কয়েক দিন আগে ১ হাজার মিটার চায়না জাল ধ্বংস করেছি। কারেন্ট জাল এবং চায়না জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
২৫ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
৩০ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
৩৩ মিনিট আগেচাঁদা দাবির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে ফের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। সোমবার (১১ আগস্ট) এনসিপি চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) আরিফ মঈনুদ্দিন স্বাক্ষরিত একটি পত্রে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে