Ajker Patrika

দোহারে বসতঘরে পেট্রল ঢেলে দুর্বৃত্তের আগুন, শিশুসহ আহত ৫

দোহার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ২৩: ২৭
দোহারে বসতঘরে পেট্রল ঢেলে দুর্বৃত্তের আগুন, শিশুসহ আহত ৫

ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের ধীৎপুর এলাকায় রাতের আঁধারে পেট্রল ঢেলে বসতঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছে তিন শিশুসহ পাঁচজন। আহতরা হলেন— শেখ জুলহাস (৪৮), তার স্ত্রী ফাহিমা বেগম (৩৮), ছেলে জুনায়েদ (১০), মেয়ে জান্নাতুল ফেরদৌস (১৪) ও ভাতিজি তাবাছ্ছুম (১০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে শেখ জুলহাস তাঁর ঘরে আগুন জ্বলতে দেখে চিৎকার করেন। এ সময় তাঁর ডাক চিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে ঘরের বাইরে থেকে তালা দেখে দেয়াল ভেঙে তাঁদের উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দোহার ফায়ার সার্ভিস। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে পুরে ছাই হয়ে যায় ঘরের সবকিছু। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। হত্যার উদ্দেশ্যে এমন ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ আহতদের আত্মীয় ও প্রতিবেশীদের। 

এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, এ ঘটনায় আহতের পরিবার দোহার থানায় একটি অভিযোগ করেছেন এবং মামলা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত