Ajker Patrika

যৌক্তিক সমালোচনায় কাউকে ছাড় দেব না: সারজিস

ঢাবি প্রতিনিধি
আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ২২: ২০
যৌক্তিক সমালোচনায় কাউকে ছাড় দেব না: সারজিস

যৌক্তিক সমালোচনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

আজ সোমবার সন্ধ্যায় ফ্যাসিস্টদের মদদপুষ্ট কতিপয় আনসার সদস্যের রক্তাক্ত হামলার প্রতিবাদ, ষড়যন্ত্রকারী সাবেক ডিজিসহ সকলের বিচার, প্রশাসনকে ফ্যাসিবাদমুক্ত করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আয়োজিত এক সমাবেশে এ কথা জানান সারজিস।

সারজিস আলম বলেন, ‘আমরা কাউকে যৌক্তিক সমালোচনায় ছাড় দেব না। স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, ৫ তারিখ গিয়েছে আজকে ২৬ তারিখ; এখনো কেন পুলিশ পুরোদমে মাঠে নেই? গতকাল (রোববার) কেন ছাত্র-জনতাকে যেতে হলো সচিবালয় প্রোটেকশন দেওয়ার জন্য। গতকাল কীভাবে আনসার সদস্যরা ছাত্র-জনতার ওপর বুলেট নিক্ষেপ করল? আপনাদের খুঁজে বের করতে হবে।’

সারজিস আরও বলেন, ‘গতকালকে যারা আমাদের ভাইকে হামলা করে রক্তাক্ত করেছে, তাদের বিচারের আওতায় আনতে হবে। যে আনসার সদস্যরা চক্রান্তের সঙ্গে জড়িত ছিল, তাদের সকল সুবিধা থেকে অব্যাহতি দিতে হবে। সবশেষে ফ্যাসিস্টদের তৈরি প্রশাসন থেকে আওয়ামী লীগের দালাল, তোষামোদকারী, পা চাটাদের বহিষ্কার করতে হবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক বলেন, ‘আনসার সদস্যের নাম করে সন্ত্রাসী নেমেছে। ওখানে যারা ছিল, তারা আনসার বাহিনীর সদস্য নয়, তারা আনসার লীগের সদস্য। জনগণকে সেবা না দিয়ে লীগকে সেবা দিয়ে এসেছে। যারা যোগ্যতার ভিত্তিতে না এসে লীগকে তোষামোদ করে এখানে এসেছিল। দাবি মানা তাদের উদ্দেশ্য নয়, সচিবালয়কে অবরুদ্ধ করে দেশকে অস্থিতিশীল করা ছিল তাদের উদ্দেশ্য। স্বেচ্ছাসেবক লীগের নেতা নেতৃত্ব দিয়েছে।’

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লুৎফুর রহমান, হাসিব আলম ইসলামসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত