ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের মসজিদে জুমার নামাজ দুপুর ১ টা ৩০ মিনিটের সময় শুরু না করায় ইমামকে শাসিয়েছে হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফরিদ ওরফে ফরিদ জামান। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী আজকের পত্রিকাকে বলেন, ফরিদ জামান ১ টা ৩০ মিনিটের আগ মুহূর্তে মসজিদে প্রবেশ করেন। পরে ১ টা ৩০ মিনিটে নামাজ শুরু না হওয়ায় মসজিদে শোরগোল বাঁধিয়ে দেয়। বলে, ‘অনেকের অনেক কাজ থাকতে পারে, প্রোগ্রাম থাকতে পারে, নামাজ কেন দেরি করা হচ্ছে—এসব বলে মসজিদে উচ্চবাচ্য করে এবং ইমামের দিকে তেড়ে আসে। পরবর্তীতে ইমাম দ্রুত নামাজ শেষ করে দেওয়ার কথা বলে নামাজ শুরু করে দেন।’
ঘটনার বিষয়ে জানতে ইমাম মো. আব্দুল করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘কথা কাটাকাটি হয়েছে। পরে ফরিদ জামান নামাজের পর দেখা করে স্যরিও বলেছে।’
অভিযোগের বিষয়ে ফরিদ জামান আজকের পত্রিকা’কে বলেন, গত জুমায় ১ টা ২৯ মিনিটে গিয়ে দেখি এক রাকাত নামাজ শেষ হয়ে গেছে। এবারে দেখি নামাজ শুরুও হয়নি। নামাজ শুরু হয় ১ টা ৩৮ মিনিটে। তাই ইমাম সাহেবকে বলেছি নামাজ কেন দেরিতে পড়ানো হচ্ছে, শিক্ষার্থীদেরও তো কাজ থাকতে পারে।’
‘ছাত্রলীগের ওপরে কোনো সন্ত্রাস নাই’ বলে ভাইরাল ছাত্রলীগ নেতা
ফরিদ জামান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। এর আগে ভ্রাম্যমাণ এক দোকানিকে মারধরের অভিযোগে ছাত্রলীগ থেকেও সাময়িক বহিষ্কার হন এই ছাত্রলীগ নেতা। ইমামকে শাসানোর বিষয়ে জানতে চাইলে তানভীর হাসান সৈকত আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে কিছু শুনিনি। না জেনে মন্তব্য করতে পারব না।’
সার্বিক বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রহিম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনা সম্পর্কে অবগত নই। খোঁজ নিচ্ছি।’
আরও খবর পড়ুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের মসজিদে জুমার নামাজ দুপুর ১ টা ৩০ মিনিটের সময় শুরু না করায় ইমামকে শাসিয়েছে হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফরিদ ওরফে ফরিদ জামান। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী আজকের পত্রিকাকে বলেন, ফরিদ জামান ১ টা ৩০ মিনিটের আগ মুহূর্তে মসজিদে প্রবেশ করেন। পরে ১ টা ৩০ মিনিটে নামাজ শুরু না হওয়ায় মসজিদে শোরগোল বাঁধিয়ে দেয়। বলে, ‘অনেকের অনেক কাজ থাকতে পারে, প্রোগ্রাম থাকতে পারে, নামাজ কেন দেরি করা হচ্ছে—এসব বলে মসজিদে উচ্চবাচ্য করে এবং ইমামের দিকে তেড়ে আসে। পরবর্তীতে ইমাম দ্রুত নামাজ শেষ করে দেওয়ার কথা বলে নামাজ শুরু করে দেন।’
ঘটনার বিষয়ে জানতে ইমাম মো. আব্দুল করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘কথা কাটাকাটি হয়েছে। পরে ফরিদ জামান নামাজের পর দেখা করে স্যরিও বলেছে।’
অভিযোগের বিষয়ে ফরিদ জামান আজকের পত্রিকা’কে বলেন, গত জুমায় ১ টা ২৯ মিনিটে গিয়ে দেখি এক রাকাত নামাজ শেষ হয়ে গেছে। এবারে দেখি নামাজ শুরুও হয়নি। নামাজ শুরু হয় ১ টা ৩৮ মিনিটে। তাই ইমাম সাহেবকে বলেছি নামাজ কেন দেরিতে পড়ানো হচ্ছে, শিক্ষার্থীদেরও তো কাজ থাকতে পারে।’
‘ছাত্রলীগের ওপরে কোনো সন্ত্রাস নাই’ বলে ভাইরাল ছাত্রলীগ নেতা
ফরিদ জামান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। এর আগে ভ্রাম্যমাণ এক দোকানিকে মারধরের অভিযোগে ছাত্রলীগ থেকেও সাময়িক বহিষ্কার হন এই ছাত্রলীগ নেতা। ইমামকে শাসানোর বিষয়ে জানতে চাইলে তানভীর হাসান সৈকত আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে কিছু শুনিনি। না জেনে মন্তব্য করতে পারব না।’
সার্বিক বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রহিম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনা সম্পর্কে অবগত নই। খোঁজ নিচ্ছি।’
আরও খবর পড়ুন:
রাজধানীর মিরপুরের পল্লবীতে মেট্রোরেল স্টেশনের পিলারে মোটরসাইকেলের ধাক্কা লেগে ইমন মোল্লা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১২টার দিকে পল্লবীতে মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার...
১০ মিনিট আগেবিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
৩৮ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
৪৩ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
১ ঘণ্টা আগে