অটিজম স্পেকট্রামের জটিলতা বোঝাতে জিগ’স পাজলকে এ বিশেষ চাহিদার প্রতীক হিসেবে সারা বিশ্বে ব্যবহার করা হয়ে থাকে। জিগ’স পাজল (Jigsaw Puzzle) বেশ পুরোনো ও সমাদৃত একটি বুদ্ধিবিকাশ সম্পর্কিত খেলা হলেও দেশে সেভাবে জনপ্রিয় নয়।
রোববার (২ এপ্রিল) ১৬ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে অটিজমে আক্রান্ত শিশুদের নিয়ে জিগ’স পাজলের একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সুইড বাংলাদেশের প্রধান কার্যালয়ে টাউনস্টোরের অংশগ্রহণে দিনব্যাপী জিগ’স পাজল প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
এতে উপস্থিত ছিলেন সুইড বাংলাদেশের সহকারী পরিচালক মাহমুদুল হাসান, মহাসচিব মো. মাহবুবুল মুনির, চেয়ারম্যান জহিরুল ইসলাম মামুন, টাউনস্টোর–এর স্বত্বাধিকারী কাজী ইফতেখার খালেদ, ম্যানেজিং পার্টনার সাইফুল ইসলাম, সুইড স্কুলের বিভিন্ন শাখার শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকেরা।
উল্লেখ্য, জিগ’স পাজল খেলার উৎপাদনকারী ও বাজারজাতকারী অন্যতম দেশীয় প্রতিষ্ঠান টাউনস্টোর। এই খেলার পরিচিতি ও প্রসারের উদ্দেশ্যে ক্যাম্পেইনের অংশ হিসেবে এবার অটিজম আক্রান্ত শিশুদের অংশগ্রহণে একটি জিগ’স পাজল প্রতিযোগিতার আয়োজন করে। পরে অংশগ্রহণকারী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে।
এ ছাড়া ‘খাদ্যাভ্যাস ও জীবনযাপন পদ্ধতির পরিবর্তন হতে পারে মানসিক প্রতিবন্ধকতার অন্যতম প্রতিরোধক ও প্রতিষেধক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার টাউনস্টোর সুইড বাংলাদেশের সঙ্গে সহযোগিতার চুক্তি সই করে।
টাউনস্টোর–এর তত্ত্বাবধানে আয়োজিত প্রতিযোগিতায় অটিজম আক্রান্ত শিশুদের হাতে আঁকা ছবি জিগ’স পাজল তৈরিতে ব্যবহার করবে টাউনস্টোর। এই পাজল বিক্রির লভ্যাংশ থেকে উপকৃত হবে ওই শিশুরা।
অটিজম স্পেকট্রামের জটিলতা বোঝাতে জিগ’স পাজলকে এ বিশেষ চাহিদার প্রতীক হিসেবে সারা বিশ্বে ব্যবহার করা হয়ে থাকে। জিগ’স পাজল (Jigsaw Puzzle) বেশ পুরোনো ও সমাদৃত একটি বুদ্ধিবিকাশ সম্পর্কিত খেলা হলেও দেশে সেভাবে জনপ্রিয় নয়।
রোববার (২ এপ্রিল) ১৬ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে অটিজমে আক্রান্ত শিশুদের নিয়ে জিগ’স পাজলের একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সুইড বাংলাদেশের প্রধান কার্যালয়ে টাউনস্টোরের অংশগ্রহণে দিনব্যাপী জিগ’স পাজল প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
এতে উপস্থিত ছিলেন সুইড বাংলাদেশের সহকারী পরিচালক মাহমুদুল হাসান, মহাসচিব মো. মাহবুবুল মুনির, চেয়ারম্যান জহিরুল ইসলাম মামুন, টাউনস্টোর–এর স্বত্বাধিকারী কাজী ইফতেখার খালেদ, ম্যানেজিং পার্টনার সাইফুল ইসলাম, সুইড স্কুলের বিভিন্ন শাখার শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকেরা।
উল্লেখ্য, জিগ’স পাজল খেলার উৎপাদনকারী ও বাজারজাতকারী অন্যতম দেশীয় প্রতিষ্ঠান টাউনস্টোর। এই খেলার পরিচিতি ও প্রসারের উদ্দেশ্যে ক্যাম্পেইনের অংশ হিসেবে এবার অটিজম আক্রান্ত শিশুদের অংশগ্রহণে একটি জিগ’স পাজল প্রতিযোগিতার আয়োজন করে। পরে অংশগ্রহণকারী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে।
এ ছাড়া ‘খাদ্যাভ্যাস ও জীবনযাপন পদ্ধতির পরিবর্তন হতে পারে মানসিক প্রতিবন্ধকতার অন্যতম প্রতিরোধক ও প্রতিষেধক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার টাউনস্টোর সুইড বাংলাদেশের সঙ্গে সহযোগিতার চুক্তি সই করে।
টাউনস্টোর–এর তত্ত্বাবধানে আয়োজিত প্রতিযোগিতায় অটিজম আক্রান্ত শিশুদের হাতে আঁকা ছবি জিগ’স পাজল তৈরিতে ব্যবহার করবে টাউনস্টোর। এই পাজল বিক্রির লভ্যাংশ থেকে উপকৃত হবে ওই শিশুরা।
পটুয়াখালীর বাউফলে একটি সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিপুলসংখ্যক নতুন ও পুরোনো পাঠ্যবই বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের সহযোগিতায় শিক্ষার্থীরা বইগুলো উদ্ধার করে স্কুলে জমা দিয়েছে।
১ মিনিট আগেগাইবান্ধায় এক নারীকে কৌশলে ডেকে নিয়ে শারীরিক নির্যাতন ও চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে ধর্ষণ মামলার আসামি আব্দুল আজিজ খোকনের বিরুদ্ধে। আব্দুল আজিজ খোকন গাইবান্ধা সাঘাটা উপজেলার উত্তর উল্লা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
৪ মিনিট আগেনিখোঁজ হওয়ার পাঁচ দিনেও সন্ধান মেলেনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তুরাগ থানার সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম মামুনুর রশিদের। রাজধানীর উত্তরার কামারপাড়া এলাকা থেকে গত রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে নিখোঁজ হন তিনি। পরদিন মামুনের স্ত্রী খাদিজা আক্তার তুরাগ থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন।
৮ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে স্ত্রীর দাবি নিয়ে আসা এক তরুণীকে (২৭) গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। পরে পরিবারের লোকজন ওই তরুণীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন। ঘটনাটি ঘটে আজ বৃহস্পতিবার উপজেলার হতেয়া রাজাবাড়ি ইউনিয়নের বাজাইল এলাকায়।
৩০ মিনিট আগে