অটিজম স্পেকট্রামের জটিলতা বোঝাতে জিগ’স পাজলকে এ বিশেষ চাহিদার প্রতীক হিসেবে সারা বিশ্বে ব্যবহার করা হয়ে থাকে। জিগ’স পাজল (Jigsaw Puzzle) বেশ পুরোনো ও সমাদৃত একটি বুদ্ধিবিকাশ সম্পর্কিত খেলা হলেও দেশে সেভাবে জনপ্রিয় নয়।
রোববার (২ এপ্রিল) ১৬ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে অটিজমে আক্রান্ত শিশুদের নিয়ে জিগ’স পাজলের একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সুইড বাংলাদেশের প্রধান কার্যালয়ে টাউনস্টোরের অংশগ্রহণে দিনব্যাপী জিগ’স পাজল প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
এতে উপস্থিত ছিলেন সুইড বাংলাদেশের সহকারী পরিচালক মাহমুদুল হাসান, মহাসচিব মো. মাহবুবুল মুনির, চেয়ারম্যান জহিরুল ইসলাম মামুন, টাউনস্টোর–এর স্বত্বাধিকারী কাজী ইফতেখার খালেদ, ম্যানেজিং পার্টনার সাইফুল ইসলাম, সুইড স্কুলের বিভিন্ন শাখার শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকেরা।
উল্লেখ্য, জিগ’স পাজল খেলার উৎপাদনকারী ও বাজারজাতকারী অন্যতম দেশীয় প্রতিষ্ঠান টাউনস্টোর। এই খেলার পরিচিতি ও প্রসারের উদ্দেশ্যে ক্যাম্পেইনের অংশ হিসেবে এবার অটিজম আক্রান্ত শিশুদের অংশগ্রহণে একটি জিগ’স পাজল প্রতিযোগিতার আয়োজন করে। পরে অংশগ্রহণকারী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে।
এ ছাড়া ‘খাদ্যাভ্যাস ও জীবনযাপন পদ্ধতির পরিবর্তন হতে পারে মানসিক প্রতিবন্ধকতার অন্যতম প্রতিরোধক ও প্রতিষেধক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার টাউনস্টোর সুইড বাংলাদেশের সঙ্গে সহযোগিতার চুক্তি সই করে।
টাউনস্টোর–এর তত্ত্বাবধানে আয়োজিত প্রতিযোগিতায় অটিজম আক্রান্ত শিশুদের হাতে আঁকা ছবি জিগ’স পাজল তৈরিতে ব্যবহার করবে টাউনস্টোর। এই পাজল বিক্রির লভ্যাংশ থেকে উপকৃত হবে ওই শিশুরা।
অটিজম স্পেকট্রামের জটিলতা বোঝাতে জিগ’স পাজলকে এ বিশেষ চাহিদার প্রতীক হিসেবে সারা বিশ্বে ব্যবহার করা হয়ে থাকে। জিগ’স পাজল (Jigsaw Puzzle) বেশ পুরোনো ও সমাদৃত একটি বুদ্ধিবিকাশ সম্পর্কিত খেলা হলেও দেশে সেভাবে জনপ্রিয় নয়।
রোববার (২ এপ্রিল) ১৬ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে অটিজমে আক্রান্ত শিশুদের নিয়ে জিগ’স পাজলের একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সুইড বাংলাদেশের প্রধান কার্যালয়ে টাউনস্টোরের অংশগ্রহণে দিনব্যাপী জিগ’স পাজল প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
এতে উপস্থিত ছিলেন সুইড বাংলাদেশের সহকারী পরিচালক মাহমুদুল হাসান, মহাসচিব মো. মাহবুবুল মুনির, চেয়ারম্যান জহিরুল ইসলাম মামুন, টাউনস্টোর–এর স্বত্বাধিকারী কাজী ইফতেখার খালেদ, ম্যানেজিং পার্টনার সাইফুল ইসলাম, সুইড স্কুলের বিভিন্ন শাখার শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকেরা।
উল্লেখ্য, জিগ’স পাজল খেলার উৎপাদনকারী ও বাজারজাতকারী অন্যতম দেশীয় প্রতিষ্ঠান টাউনস্টোর। এই খেলার পরিচিতি ও প্রসারের উদ্দেশ্যে ক্যাম্পেইনের অংশ হিসেবে এবার অটিজম আক্রান্ত শিশুদের অংশগ্রহণে একটি জিগ’স পাজল প্রতিযোগিতার আয়োজন করে। পরে অংশগ্রহণকারী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে।
এ ছাড়া ‘খাদ্যাভ্যাস ও জীবনযাপন পদ্ধতির পরিবর্তন হতে পারে মানসিক প্রতিবন্ধকতার অন্যতম প্রতিরোধক ও প্রতিষেধক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার টাউনস্টোর সুইড বাংলাদেশের সঙ্গে সহযোগিতার চুক্তি সই করে।
টাউনস্টোর–এর তত্ত্বাবধানে আয়োজিত প্রতিযোগিতায় অটিজম আক্রান্ত শিশুদের হাতে আঁকা ছবি জিগ’স পাজল তৈরিতে ব্যবহার করবে টাউনস্টোর। এই পাজল বিক্রির লভ্যাংশ থেকে উপকৃত হবে ওই শিশুরা।
বিয়ের প্রলোভনে খুলনায় কলেজছাত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি ঈশান কবির খান ওরফে জ্যোতিকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৮ মিনিট আগেরাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় পাভেল মিয়া (২১) ও আব্দুল্লাহ আল নোমান (২২) নামের দুই বন্ধু মারা গেছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে খিলগাঁও-বনশ্রী ইন্টেলিজেন্সিয়া স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
২০ মিনিট আগেনওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দাকে পুলিশে দিয়েছেন ছাত্রদল নেতা-কর্মীরা। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে ওই চেয়ারম্যানকে আটক করেন তাঁরা।
২৪ মিনিট আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বপন (৩৫) নামের এক যুবককে হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ হত্যা মামলার এই রায় দেন।
২৬ মিনিট আগে