Ajker Patrika

মুক্তিযুদ্ধের পক্ষের দল বাংলাদেশের ক্ষমতায় থাকবে: কামরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ মার্চ ২০২২, ১৫: ২৮
মুক্তিযুদ্ধের পক্ষের দল বাংলাদেশের ক্ষমতায় থাকবে: কামরুল ইসলাম

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘আমরা একটা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন চাই। নির্বাচন কমিশনার সেই নির্বাচন আয়োজন করবে। শেখ হাসিনার সরকার কমিশনকে সহযোগিতা করবে। আর বাংলাদেশের ক্ষমতায় থাকবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি।’

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ক্যাপ্টেন এম. মনসুর আলী ফাউন্ডেশন আয়োজিত মুক্তিযুদ্ধের মুখপত্র সাপ্তাহিক ‘দাবানল’ পত্রিকার সুবর্ণজয়ন্তী সংখ্যার প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন। 

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সঙ্গে আমরা লড়াই করতে চাই। বিএনপি-জামায়াত এই খুনির দল স্বাধীনতাবিরোধী শক্তি বাদ দিয়ে একটা মোর্চা হোক না। একটা সুন্দর শক্তিশালী মোর্চা হোক। আমরা চাই লড়াইয়ের মতো একটি নির্বাচন হোক, সেই নির্বাচনে তারা ক্ষমতায় আসুক। আমরা বিরোধী দলে যাই, আবার আমরা ক্ষমতায় আসি তারা বিরোধী দলে যাক। কোনো আপত্তি নাই।’ 

তিনি আরও বলেন, ‘সবাই দুটি বড় দলের ঐক্যের কথা বলে। আমি বিশ্বাস করি, কোনো অবস্থাতেই এই ঐক্য হতে পারে না। বিএনপির সঙ্গে কোনো দিনই আওয়ামী লীগের ঐক্য সম্ভব নয়। এরা জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে আমাদের হৃদয়ে যে ক্ষত সৃষ্টি করেছে, এই ক্ষত কখনো শুকানোর নয়।’ 

আওয়ামী লীগের এই সিনিয়র নেতা বলেন, ‘ঐক্য হতে পারে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সঙ্গে কোনো অসুবিধা নেই। বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতায় থাকবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিরোধী দলেও থাকবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। এটাই হওয়া উচিত।’ 

প্রকাশনা উৎসবে আরও উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক জাফর ওয়াজেদ, বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, কবি নির্মলেন্দু গুণ প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

কলকাতার নিউটাউনে বসে আয়েশ করছেন আওয়ামী লীগ নেতারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত