Ajker Patrika

মির্জাপুরে ঠান্ডাজনিত রোগে যমজ শিশুর মৃত্যু

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মির্জাপুরে ঠান্ডাজনিত রোগে যমজ শিশুর মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে ঠান্ডাজনিত রোগে কানাই বাদ্যকর ও বলাই বাদ্যকর নামে ৫ মাস বয়সী দুই যমজ শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে ওই দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। 

শিশুরা উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর বাদ্যকরপাড়া গ্রামের উপেন্দ্র বাদ্যকর ও মনিকা বাদ্যকর দম্পতির সন্তান। 

পারিবারিক সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ আগে যমজ দুই শিশু ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়। গত কয়েক দিনে ঠান্ডার প্রকোপ বাড়ায় শিশু দুটি দুর্বল হয়ে পড়ে। শনিবার সকালে অবস্থার অবনতি হলে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

মির্জাপুর উপজেলা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও ফতেপুর গ্রামের বাসিন্দা আবুল কাশেম খান বলেন, ‘অভাবগ্রস্ত পরিবারের অসচেতনতায় শিশু দুটির মৃত্যু হয়েছে।’ 

কুমুদিনী হাসপাতালের উপমহাব্যবস্থাপক অনিমেষ ভৌমিক আজকের পত্রিকাকে বলেন, ‘শিশু দুটিকে হাসপাতালে নিয়ে আসার আগে মারা যায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত