Ajker Patrika

সিদ্ধিরগঞ্জে গ্যাসের চুলাতে আগুন ধরাতেই বিস্ফোরণ, দগ্ধ নারী 

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)  প্রতিনিধি
আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ১৮: ০০
সিদ্ধিরগঞ্জে গ্যাসের চুলাতে আগুন ধরাতেই বিস্ফোরণ, দগ্ধ নারী 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বসতবাড়িতে বিস্ফোরণে এক নারী দগ্ধ হয়েছে। আজ রোববার সকালে সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলী নয়াপাড়া হৃদয়মনি ক্রিয়েটিভ স্কুল রোড এলাকার এক বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। 

দগ্ধ নারীর নাম কবিতা বেগম (৪৫)। বর্তমানে তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।   

তিনি কিশোরগঞ্জের কটিয়াটি এলাকার জিল্লুর রহমানের স্ত্রী। আদমজী ইপিজেডের অনন্ত হুয়াক্সিয়ান নামের এক পোশাক কারখানায় অপারেটর হিসেবে কর্মরত রয়েছেন।  

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, আহত কবিতা বেগম তাঁর ছেলেকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। তাঁরা দুজনই পোশাক কারখানায় কাজ করতেন। আজ সকালে বিকট শব্দে দ্বিতীয় তলার কক্ষ ও বারান্দার দেয়াল ধসে পড়ে। সিলিংয়ের বিভিন্ন পয়েন্টে ফাটল সৃষ্টিসহ কক্ষের ভেতরের দেয়ালও ধসে পড়েছে। বিস্ফোরণে বাড়ির বারান্দা ও কক্ষের দেয়াল ধসে পড়েছে। ছবি: সংগৃহীতআদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মিলন জানান, সিলিন্ডার বারান্দায় রাখা ছিল। সম্ভবত রাতে চুলার সুইচ বন্ধ করা হয়নি। আজ সকালে গ্যাসের চুলাতে আগুন ধরাতে গেলে এই বিস্ফোরণ ঘটেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত