Ajker Patrika

বিমানবন্দরে শতাধিক স্মার্টফোন ও বিদেশি সিগারেটসহ যাত্রী আটক

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি
বিমানবন্দরে শতাধিক স্মার্টফোন ও বিদেশি সিগারেটসহ যাত্রী আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৭৭ লাখ টাকা মূল্যের শতাধিক স্মার্টফোন ও বিদেশি সিগারেটসহ দেলোয়ার হোসেন নামের এক যাত্রীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হয়ে যাওয়ার সময় তাঁকে আটক করা হয়।

আটক হওয়া ওই যাত্রী নারায়ণগঞ্জের আব্দুল ফয়েজের ছেলে দেলোয়ার হোসেন। আটকের সময় তাঁর কাছ থেকে অবৈধভাবে আনা ১০৬টি স্মার্টফোন ও ৮০ কার্টুন সিগারেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৭৭ লাখ ৪৯ হাজার ৫০০ টাকা।

এ বিষয়ে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ জিয়াউল হক আজকের পত্রিকাকে বলেন, শারজাহ থেকে সকাল সাড়ে ৯টার ফ্লাইটে বিমানবন্দরে আগত দেলোয়ার হোসেনকে ওই সব মালামালসহ আটক করা হয়েছে। জব্দকৃত এসব মালামালের বৈধ কোনো কাগজ দেখাতে পারেননি ওই যাত্রী।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হবে বলেও জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত