নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দীর্ঘ ১২ ঘণ্টা আটকে রাখার পর সমাজকর্মী সৈয়দা রত্না ও তাঁর ছেলে ঈসা আব্দুল্লাহকে ছেড়ে দিল কলাবাগান থানা পুলিশ। পুলিশ বলছে, সরকারি কাজে বাধা দেওয়ায় এই সমাজকর্মীর নামে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে তিনি ভুল বুঝতে পেরেছেন। মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা খেলার মাঠ দখল নিয়ে বেশ কিছুদিন ধরে প্রতিবাদ করছিলেন এই নারী। স্থানীয়রা বলছেন, এই মাঠে কলাবাগান থানার ভবন নির্মাণের কথা রয়েছে।
ডিএমপির রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান সৈয়দা রত্না নামে মামলার প্রস্তুতি ও পরে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার সকালে তেঁতুলতলা মাঠ থেকে রত্নাকে থানায় নিয়ে যাওয়া হয়। সকালে সৈয়দা রত্না ফেসবুক লাইভে গিয়ে ওই মাঠটি দখল হয়ে যাওয়া নিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করছিলেন। এ সময় কয়েকজন সাদা পোশাকধারী এবং পোশাকধারী পুলিশ তাঁকে লাইভ করতে নিষেধ করেন। এর পরপরই ওই পুলিশ সদস্যরা তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন এবং তাঁকে টেনে হিঁচড়ে একটি পুলিশ ভ্যানে তুলে নেন।
সৈয়দা রত্নার লাইভের একটি অংশসহ এ ঘটনার ভিডিও ফেসবুকসহ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একই ঘটনায় সমাজকর্মী সৈয়দা রত্নার ছেলেকেও আটক করে নিয়ে যায় পুলিশ।
রত্নাকে গ্রেপ্তার ও মামলা হওয়ার বিষয়ে তাঁর মেয়ে সৈয়দা শাহগুফতা অভিযোগ করে বলেন, ‘পুলিশ শুধু তাঁর মাকে নয়, ভাইকেও আটক করে রেখেছেন। তাঁর ভাইয়ের বয়স ১৮ বছরের নিচে।’
রাতে রত্নার বিরুদ্ধে পুলিশ বাদী মামলার খোঁজ পাওয়া গেলেও সকাল থেকে আটকের বিষয়ে কোনো কিছুই বলেনি কলাবাগান থানা-পুলিশ। রত্নার ছেলের হাজতে থাকার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে। মামলায় অপ্রাপ্তবয়স্ক ওই ছেলেকে অন্তর্ভুক্ত করা হয়েছে কিনা সেই সম্পর্কে কলাবাগান থানার পক্ষ থেকে কিছু বলা হয়নি।
গত ৩১ জানুয়ারি কলাবাগানের তেঁতুলতলা মাঠে তারকাঁটার বেড়া দেয় পুলিশ। এ মাঠে কলাবাগান থানার নতুন ভবন নির্মাণ করার কথা রয়েছে। তবে মাঠটি দীর্ঘদিন ধরে কলাবাগান ও এর আশপাশের এলাকার ছেলে-মেয়েদের খেলার জায়গা হিসেবে পরিচিত। খেলার মাঠটি রক্ষায় বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছিল শিশু-কিশোররা। তাঁদের সঙ্গে যোগ দিয়ে আন্দোলনে নেতৃত্ব দেওয়া শুরু করেন সমাজকর্মী সৈয়দা রত্না।
তেঁতুলতলা মাঠ রক্ষার আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েসের প্রধান সমন্বয়ক আলমগীর কবির। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বিগত তিন বছর ধরে এই মাঠ রক্ষার জন্য আন্দোলন করে আসছি। বহুবার দখলের চেষ্টা হয়েছে। কিন্তু আমরা হাল ছাড়িনি। আজকে রত্না আপাকে পুলিশ আটক করছে। এর প্রতিবাদে আমরা এখন মাঠে অবস্থান নিয়েছি।’
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৭ নম্বর ওয়ার্ডের তেঁতুলতলা মাঠটি মুক্তিযুদ্ধ-পরবর্তী সময় থেকে খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হচ্ছে। ২০২০ সালের দিকে এলাকাবাসীর সঙ্গে আলোচনা না করেই ওই মাঠে ‘কলাবাগান থানার জন্য নির্ধারিত স্থান’ লেখা সাইনবোর্ড ঝোলানো হয়। স্থানীয় ব্যক্তিদের প্রতিবাদের মুখে তখন সাইনবোর্ড খুলে ফেলা হলেও চলতি বছরের ৩১ জানুয়ারি কাঁটাতারের বেড়া দিয়ে মাঠ ঘিরে দেওয়া হয়। বসানো হয় পুলিশ পাহারা।
দীর্ঘ ১২ ঘণ্টা আটকে রাখার পর সমাজকর্মী সৈয়দা রত্না ও তাঁর ছেলে ঈসা আব্দুল্লাহকে ছেড়ে দিল কলাবাগান থানা পুলিশ। পুলিশ বলছে, সরকারি কাজে বাধা দেওয়ায় এই সমাজকর্মীর নামে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে তিনি ভুল বুঝতে পেরেছেন। মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা খেলার মাঠ দখল নিয়ে বেশ কিছুদিন ধরে প্রতিবাদ করছিলেন এই নারী। স্থানীয়রা বলছেন, এই মাঠে কলাবাগান থানার ভবন নির্মাণের কথা রয়েছে।
ডিএমপির রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান সৈয়দা রত্না নামে মামলার প্রস্তুতি ও পরে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার সকালে তেঁতুলতলা মাঠ থেকে রত্নাকে থানায় নিয়ে যাওয়া হয়। সকালে সৈয়দা রত্না ফেসবুক লাইভে গিয়ে ওই মাঠটি দখল হয়ে যাওয়া নিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করছিলেন। এ সময় কয়েকজন সাদা পোশাকধারী এবং পোশাকধারী পুলিশ তাঁকে লাইভ করতে নিষেধ করেন। এর পরপরই ওই পুলিশ সদস্যরা তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন এবং তাঁকে টেনে হিঁচড়ে একটি পুলিশ ভ্যানে তুলে নেন।
সৈয়দা রত্নার লাইভের একটি অংশসহ এ ঘটনার ভিডিও ফেসবুকসহ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একই ঘটনায় সমাজকর্মী সৈয়দা রত্নার ছেলেকেও আটক করে নিয়ে যায় পুলিশ।
রত্নাকে গ্রেপ্তার ও মামলা হওয়ার বিষয়ে তাঁর মেয়ে সৈয়দা শাহগুফতা অভিযোগ করে বলেন, ‘পুলিশ শুধু তাঁর মাকে নয়, ভাইকেও আটক করে রেখেছেন। তাঁর ভাইয়ের বয়স ১৮ বছরের নিচে।’
রাতে রত্নার বিরুদ্ধে পুলিশ বাদী মামলার খোঁজ পাওয়া গেলেও সকাল থেকে আটকের বিষয়ে কোনো কিছুই বলেনি কলাবাগান থানা-পুলিশ। রত্নার ছেলের হাজতে থাকার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে। মামলায় অপ্রাপ্তবয়স্ক ওই ছেলেকে অন্তর্ভুক্ত করা হয়েছে কিনা সেই সম্পর্কে কলাবাগান থানার পক্ষ থেকে কিছু বলা হয়নি।
গত ৩১ জানুয়ারি কলাবাগানের তেঁতুলতলা মাঠে তারকাঁটার বেড়া দেয় পুলিশ। এ মাঠে কলাবাগান থানার নতুন ভবন নির্মাণ করার কথা রয়েছে। তবে মাঠটি দীর্ঘদিন ধরে কলাবাগান ও এর আশপাশের এলাকার ছেলে-মেয়েদের খেলার জায়গা হিসেবে পরিচিত। খেলার মাঠটি রক্ষায় বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছিল শিশু-কিশোররা। তাঁদের সঙ্গে যোগ দিয়ে আন্দোলনে নেতৃত্ব দেওয়া শুরু করেন সমাজকর্মী সৈয়দা রত্না।
তেঁতুলতলা মাঠ রক্ষার আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েসের প্রধান সমন্বয়ক আলমগীর কবির। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বিগত তিন বছর ধরে এই মাঠ রক্ষার জন্য আন্দোলন করে আসছি। বহুবার দখলের চেষ্টা হয়েছে। কিন্তু আমরা হাল ছাড়িনি। আজকে রত্না আপাকে পুলিশ আটক করছে। এর প্রতিবাদে আমরা এখন মাঠে অবস্থান নিয়েছি।’
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৭ নম্বর ওয়ার্ডের তেঁতুলতলা মাঠটি মুক্তিযুদ্ধ-পরবর্তী সময় থেকে খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হচ্ছে। ২০২০ সালের দিকে এলাকাবাসীর সঙ্গে আলোচনা না করেই ওই মাঠে ‘কলাবাগান থানার জন্য নির্ধারিত স্থান’ লেখা সাইনবোর্ড ঝোলানো হয়। স্থানীয় ব্যক্তিদের প্রতিবাদের মুখে তখন সাইনবোর্ড খুলে ফেলা হলেও চলতি বছরের ৩১ জানুয়ারি কাঁটাতারের বেড়া দিয়ে মাঠ ঘিরে দেওয়া হয়। বসানো হয় পুলিশ পাহারা।
রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৪ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
৫ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
৫ ঘণ্টা আগেপিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
৫ ঘণ্টা আগে