নিজস্ব প্রতিবেদক, ঢাকা
খাদ্যনিরাপত্তা নিশ্চিত ও কৃষকদের অধিকার রক্ষায় কৃষি সমবায় জরুরি বলে মত দিয়েছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজেকুজ্জামান রতন। তিনি বলেন, ‘খাদ্যনিরাপত্তায় কৃষক সমবায়ের বিকল্প নেই। কিন্তু দুঃখজনকভাবে কৃষকদের সমবায় দুর্বল হয়ে গেছে। বিপরীতে ব্যবসায়ীদের সিন্ডিকেটের সমবায় শক্তিশালী হয়েছে।’
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত ‘খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণে কৃষি সমবায়ের গুরুত্ব’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারের আয়োজন করে বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন ও জাতীয় কিষানি শ্রমিক সমিতি।
রাজেকুজ্জামান রতন বলেন, ‘কৃষিকাজ একা একা করা যায় না। একা উৎপাদন করা যায় না, বিতরণ করা যায় না। এমনকি খাওয়াও যায় না। এটাকে একটি সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। আর এটি সম্ভব সমবায়ের মাধ্যমে। আমরা যদি চাষের জায়গাটা একসঙ্গে করি, তাহলে উৎপাদন বৃদ্ধি পাবে। শুধু দেশে জমির মাঝে থাকা আইল তুলে দিলে বগুড়া জেলার মতো বড় আয়তনের নতুন আবাদি জমি পাওয়া যাবে। এতে উৎপাদন বহু গুনে বেড়ে যাবে। এটির জন্য প্রয়োজন সমবায়।’
সিন্ডিকেটের ক্ষতিকর দিক তুলে ধরে এই শ্রমিকনেতা বলেন, ‘খাদ্য থাকলেই আপনি পাবেন, সেটা নিশ্চিত নয়। আমাদের শ্রম বিক্রি করে পাওয়া অর্থে তা কিনে খেতে হয়। সেখানেও সিন্ডিকেটরা সবকিছু নিয়ন্ত্রণ করে। গ্রামের একজন সাধারণ কৃষক ১১ টাকা কেজি আলু বিক্রয় করে, সেই টাকা দিয়ে ২৫ গ্রামের চিপস কিনে নাতিকে দেয়। ২৫ টাকায় এক কেজি কাঁচা হলুদ বিক্রি করে ৫০ গ্রাম রাঁধুনির হলুদ গুঁড়া কিনতে হয় ৩০ টাকায়। এই লাভ পুরোটাই সিন্ডিকেটের পকেটে যাচ্ছে।’
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার। তিনি বলেন, বাংলাদেশকে অনেক সময় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ একটি দেশ হিসেবে দাবি করা হলেও, প্রায়ই দেখা যার যে অতি প্রয়োজনীয় অনেক খাবার বা কৃষিপণ্যের ক্ষেত্রেই আমাদের ভীষণভাবে আমদানির ওপর নির্ভর করতে হয়। ফলে দ্রব্যমূল্যের অনিয়ন্ত্রিত ঊর্ধ্বগতি যেমন একদিকে সাধারণ ভোক্তা শ্রেণির জন্য যন্ত্রণা নিয়ে আসে, অন্যদিকে দেশের কৃষকও পড়েন নানা ধরনের সংকটে। বাজার ব্যবস্থার ত্রুটির কারণে কৃষক তাঁর ন্যায্যমূল্য পান না, আবার সাধারণ ভোক্তাও বঞ্চিত হন যথাযথ মূল্যে প্রয়োজনীয় পণ্য সংগ্রহে।’
অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সহসভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সহসাধারণ সম্পাদক মামুন হোসাইন, জাতীয় কিষানি শ্রমিক সমিতির সভাপতি শারমিন সুলতানা প্রমুখ।
খাদ্যনিরাপত্তা নিশ্চিত ও কৃষকদের অধিকার রক্ষায় কৃষি সমবায় জরুরি বলে মত দিয়েছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজেকুজ্জামান রতন। তিনি বলেন, ‘খাদ্যনিরাপত্তায় কৃষক সমবায়ের বিকল্প নেই। কিন্তু দুঃখজনকভাবে কৃষকদের সমবায় দুর্বল হয়ে গেছে। বিপরীতে ব্যবসায়ীদের সিন্ডিকেটের সমবায় শক্তিশালী হয়েছে।’
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত ‘খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণে কৃষি সমবায়ের গুরুত্ব’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারের আয়োজন করে বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন ও জাতীয় কিষানি শ্রমিক সমিতি।
রাজেকুজ্জামান রতন বলেন, ‘কৃষিকাজ একা একা করা যায় না। একা উৎপাদন করা যায় না, বিতরণ করা যায় না। এমনকি খাওয়াও যায় না। এটাকে একটি সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। আর এটি সম্ভব সমবায়ের মাধ্যমে। আমরা যদি চাষের জায়গাটা একসঙ্গে করি, তাহলে উৎপাদন বৃদ্ধি পাবে। শুধু দেশে জমির মাঝে থাকা আইল তুলে দিলে বগুড়া জেলার মতো বড় আয়তনের নতুন আবাদি জমি পাওয়া যাবে। এতে উৎপাদন বহু গুনে বেড়ে যাবে। এটির জন্য প্রয়োজন সমবায়।’
সিন্ডিকেটের ক্ষতিকর দিক তুলে ধরে এই শ্রমিকনেতা বলেন, ‘খাদ্য থাকলেই আপনি পাবেন, সেটা নিশ্চিত নয়। আমাদের শ্রম বিক্রি করে পাওয়া অর্থে তা কিনে খেতে হয়। সেখানেও সিন্ডিকেটরা সবকিছু নিয়ন্ত্রণ করে। গ্রামের একজন সাধারণ কৃষক ১১ টাকা কেজি আলু বিক্রয় করে, সেই টাকা দিয়ে ২৫ গ্রামের চিপস কিনে নাতিকে দেয়। ২৫ টাকায় এক কেজি কাঁচা হলুদ বিক্রি করে ৫০ গ্রাম রাঁধুনির হলুদ গুঁড়া কিনতে হয় ৩০ টাকায়। এই লাভ পুরোটাই সিন্ডিকেটের পকেটে যাচ্ছে।’
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার। তিনি বলেন, বাংলাদেশকে অনেক সময় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ একটি দেশ হিসেবে দাবি করা হলেও, প্রায়ই দেখা যার যে অতি প্রয়োজনীয় অনেক খাবার বা কৃষিপণ্যের ক্ষেত্রেই আমাদের ভীষণভাবে আমদানির ওপর নির্ভর করতে হয়। ফলে দ্রব্যমূল্যের অনিয়ন্ত্রিত ঊর্ধ্বগতি যেমন একদিকে সাধারণ ভোক্তা শ্রেণির জন্য যন্ত্রণা নিয়ে আসে, অন্যদিকে দেশের কৃষকও পড়েন নানা ধরনের সংকটে। বাজার ব্যবস্থার ত্রুটির কারণে কৃষক তাঁর ন্যায্যমূল্য পান না, আবার সাধারণ ভোক্তাও বঞ্চিত হন যথাযথ মূল্যে প্রয়োজনীয় পণ্য সংগ্রহে।’
অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সহসভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সহসাধারণ সম্পাদক মামুন হোসাইন, জাতীয় কিষানি শ্রমিক সমিতির সভাপতি শারমিন সুলতানা প্রমুখ।
আদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
২ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
৩ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
৯ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১২ মিনিট আগে