Ajker Patrika

নাব্যসংকটে যমুনায় ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ০৯: ৫২
নাব্যসংকটে যমুনায় ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

যমুনায় প্রবল স্রোত ও নাব্যসংকটে মানিকগঞ্জে আরিচা-কাজীরহাট নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে। আজ শুক্রবার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত আরিচার ৩ ও ২ নম্বর ঘাটে ফেরিতে যানবাহন লোড-আনলোড বন্ধ থাকে। ফলে ঘাট পার হতে আসা যানবাহন বিকল্প পথে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছে। 

এ ছাড়া ফেরিঘাটের দক্ষিণে আরিচা লঞ্চঘাট ঝুঁকিপূর্ণ হওয়ায় পন্টুনযোগে যাত্রী ওঠানামা বন্ধ রয়েছে। এতে আরিচা-কাজীরহাটের মধ্যে লঞ্চ চলাচলও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক ম্যানেজার মোহাম্মদ আব্দুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, আরিচা ঘাট বরাবর বেসিং পয়েন্টে ড্রেজিং চলমান থাকলেও মূল চ্যানেলে নাব্যতা ঠিক না থাকায় শুক্রবার সকাল থেকে ফেরি চলাচল করা সম্ভব হচ্ছে না। এর সঙ্গে বৈরী আবহাওয়া ও যমুনায় প্রবল স্রোতের কারণে ফেরি চলাচল মারাত্মক বিঘ্নিত হয়। 

তিনি বলেন, আরিচা ঘাটের দুটি মাত্র পন্টুন সরিয়ে রাখা হয়েছে। তবে, সুফিয়া কামাল বেগম রোকেয়া ও কুঞ্জলতা নামে কম ধারণক্ষমতার ফেরিগুলো চলানোর চেষ্টা করা হচ্ছে। 

নাব্যসংকটে ফেরি চলাচল বন্ধ । ছবি: আজকের পত্রিকানাম প্রকাশে অনিচ্ছুক রোরো ফেরির এক চালক বলেন, লোডকৃত ফেরি চলাচলের জন্য মূল চ্যানেল কম হলেও ৮-৯ ফুট নাব্যতা প্রয়োজন। বর্তমানে সেখানে পাঁচ থেকে ছয় ফুট গভীরতা রয়েছে। যে কারণে ফেরি চলাচল বন্ধ রাখা রয়েছে। 

 আরিচা ঘাটে অপেক্ষমাণ ট্রাকচালক বাদশা মিয়া বলেন, ‘সকাল থেকে ফেরির অপেক্ষায় আছি। কখন চালু হবে জানি না।’ 

বিআইডব্লিউটিএ ড্রেজিং ইউনিটের সহকারী প্রকৌশলী আক্কাস আলী আজকের পত্রিকাকে বলেন, যমুনায় ফেরি-লঞ্চসহ অন্যান্য ভারী নৌযান চলাচল স্বাভাবিক রাখতে ঘাট এলাকায় পাঁচটি ড্রেজার পলি অপসারণের কাজ করছে। প্রবল স্রোতের কারণে ড্রেজিং করা চ্যানেল পুনরায় ভরাট হচ্ছে। শুষ্ক মৌসুমে ১০ ফুট নাব্যতা থাকে এমন লক্ষ্যমাত্রায় ড্রেজিং করা হচ্ছে। 

এদিকে আরিচা ফেরিঘাটের একটি সূত্র জানায়, পাবনার কাজীরহাট থেকে অল্পসংখ্যক যানবাহন নিয়ে ছোট আকারের একটি ফেরি পরীক্ষামূলক মানিকগঞ্জের আরিচা ঘাটের উদ্দেশে রওনা হয়েছে। সেটি আসার পর অন্য ফেরি চলাচলের সিদ্ধান্ত নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত