Ajker Patrika

মহিলা জজ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মহিলা জজ অ্যাসোসিয়েশনের সভাপতি হোসনে আরা, মহাসচিব ফারজানা ইয়াসমিন (বাঁ থেকে)। ছবি: সংগৃহীত
মহিলা জজ অ্যাসোসিয়েশনের সভাপতি হোসনে আরা, মহাসচিব ফারজানা ইয়াসমিন (বাঁ থেকে)। ছবি: সংগৃহীত

বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ঢাকার প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের সদস্য (সিনিয়র জেলা জজ) সৈয়দা হোসনে আরা বেগম এবং মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ ফারজানা ইয়াসমিন।

আজ শনিবার (১ মার্চ) মহিলা জজ অ্যাসোসিয়েশনের বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের হলরুমে বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশনের ৩৪তম বার্ষিক সম্মেলনে ৩৫ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে। আগামী এক বছরের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবে।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি নাজমুন আরা সুলতানা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এবং আইন কমিশনের বর্তমান চেয়ারম্যান জিনাত আরা, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব।

এ ছাড়া দেশের বিভিন্ন জেলা থেকে বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশনের সদস্যরা সম্মেলনে যোগ দেন।

অন্য যাদের নির্বাচিত করা হয়েছে তাঁরা হলেন সহসভাপতি বিচারক রুনা নাহিদ আক্তার, শারমীন নিগার, শামীমা আফরোজ, জেসমিন আরা বেগমও শাহনাজ সুলতানা। যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন, বিচারক উম্মে সরাবন তহুরা, ফারাহ মামুন ও আফসানা আবেদীন।

কোষাধ্যক্ষ নওরীন আক্তার কাঁকন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নুসরাত জাবীন নিম্মী, সহসাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মেহেরা মাহবুব, সমাজ কল্যাণ সম্পাদক সোনিয়া আহমেদ, প্রচার ও দপ্তর সম্পাদক আরিফা চৌধুরী হিমেল।

নির্বাহী সদস্যরা হলেন জেলা জজ সামসুন নাহার, মাকসুদা পারভীন, শারমীন জাহান, ফারহানা ফেরদৌস, অতিরিক্ত জেলা জজ আবেদা সুলতানা, রেহানা আক্তার, মোসাম্মত মনিরা সুলতানা, নাজমুন নাহার সুমী, যুগ্ম জেলা জজ মাসুদা ইয়াসমিন, মাহমুদা আক্তার তামান্না ফারাহ, পলি আফরোজ, নাহিদ সুলতানা, সিনিয়র সহকারী জজ/সহকারী জজ নুসরাত জাহান, ক্যাথেরীন গোমেজ, মেহনাজ আফরোজ, ইশরাত জাহান, মোহনা আলমগীর, অবসরপ্রাপ্ত জেলা জজ জয়শ্রী সমাদ্দার ও উম্মে কুলসুম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত