Ajker Patrika

রাজধানীর ফকিরাপুল ছাপাখানা থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রতিনিধি, ঢামেক
রাজধানীর ফকিরাপুল ছাপাখানা থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর ফকিরাপুলে একটি ছাপাখানা থেকে রনি শেখ (২০) নামে এক কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে ফকিরাপুল পানির ট্যাংকি গলির ১৭১ নম্বর ছাপাখানা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় মতিঝিল থানা-পুলিশ। 

মৃত রনির চাচা মো. বিল্লাল শেখ জানান, কারখানা থেকে সকালে তাঁকে ফোনে জানানো হয় রনি মারা গেছে। পরে তিনি সকাল পৌনে ৮টার দিকে কারখানায় গিয়ে দেখতে পান রনি গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। এরপর থানা-পুলিশকে খবর দিলে তাঁরা মরদেহ উদ্ধার করে। 

বিল্লাল শেখ আরও জানান, ছয় মাস ধরে রনি ওই ছাপাখানায় কাজ করতো। কারখানাতেই থাকত। তার হাতে 'আইরিন' নাম লেখা। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে তা বলতে পারছিনা। 

বিল্লাল শেখ আরও জানায়, ফরিদপুর জেলার কোতোয়ালির পশ্চিম কাপুড়া গ্রামের জাহিদ শেখের ছেলে রনি। থাকত ফকিরাপুলের নুর প্রিন্টিং অ্যান্ড প্রেস নামে ছাপাখানায়। একই কারখানায় তাঁর বাবাও কাজ করেন। দুই ভাই বোনের মধ্যে বড় ছিলো রনি। 

মতিঝিল থানার এসআই আরাফাত ইবনে শফিউল্লাহ জানান, রাতে কারখানাতেই ঘুমিয়ে ছিলেন রনি। সকালে সহকর্মীরা ঘুম থেকে উঠে পাশের রুমে তাঁকে পাটাতনের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় বলে দাবি করেছে। বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত