Ajker Patrika

বিদ্যমান হিন্দু আইন অমানবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিদ্যমান হিন্দু আইন অমানবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বিদ্যমান প্রথাগত হিন্দু আইনকে ‘অমানবিক’ এবং ‘বর্বর’ আখ্যা দিয়ে তা সংস্কার করার পক্ষে মত দিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। তাঁর মতে এ আইনটি সংস্কার করা এখন সভ্যতার দাবি। এই বিষয়ে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নিয়ে অগ্রসর হওয়ার জন্য হিন্দু নেতাদের আহ্বান জানান তিনি।

আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ হিন্দু সংস্কার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় তিনি এ আহ্বান জানান।

সভায় প্রতিমন্ত্রী বলেন, ‘বিদ্যমান প্রথাগত হিন্দু আইন শুধু বৈষম্যমূলক নয়, এগুলো অমানবিক। এ নিয়ে ইনিয়ে-বিনিয়ে কথা বলা বা এদিক-ওদিক দুদিক রেখে গা বাঁচিয়ে কথা বলে লাভ নেই। পরিষ্কার করে বলতে হবে, সন্তান হিসেবে আপনার ছেলে এবং মেয়ের সমান অধিকার আছে কি না? আপনি আপনার সন্তানের সমান অধিকারে বিশ্বাস করেন কি না? আমি স্পষ্ট করে বলছি, নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে সমান অধিকার দেওয়াই সভ্যতার দাবি।’

 ‘প্রধানমন্ত্রী এসব বিষয়ে অনেক আন্তরিক। সুনির্দিষ্ট পরিকল্পনা হলে এই আইনটি করা সম্ভব’—এমন মন্তব্য করে তিনি বলেন, ‘সরকারের কেউ কেউ বলেছেন, হিন্দুরা সবাই একমত হয়ে আসেন তারপর হিন্দু আইন সংশোধন হবে। এ ধরনের কথা মূল্যহীন। বাংলাদেশে এমন একটি আইনও নেই, যা প্রণয়নের সময় সকল নাগরিককে একমত হতে হয়েছে। এমন কোনো আইন নেই যে বিষয়ে সবাই একমত। তাই এসব বলে লাভ নেই। অধিকার এবং বঞ্চনার অবসানের জন্যই হিন্দু আইন সংস্কার করতে হবে।

অনুষ্ঠানে ‘বিদ্যমান হিন্দু আইন সংস্কার ছাড়া নারীর প্রতি সুবিচার নিশ্চিত করা সম্ভব নয়’ এমন অভিমত দিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি কৃষ্ণা দেবনাথ বলেন, ‘হিন্দু নারীদের এই বেদনা আমি উপলব্ধি করি। কিন্তু একজন বিচারক হিসেবে আমাকে আইন অনুযায়ী চলতে হয়। আইন আপনাকে অধিকার দেয়নি, আমি কীভাবে দেব? আমিও আমার বাবার সম্পত্তির উত্তরাধিকার পাইনি।’

আয়োজক সংগঠনের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের প্রধান ড. ময়না তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পুলক ঘটক আলোচনায় সঞ্চালনা করেন। আলোচনায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নারী শাখা মহিলা ঐক্য পরিষদের সভাপতি সুপ্রিয়া ভট্টাচার্য, মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ঝর্না বাড়ৈ, সাংবাদিক অজয় দাস গুপ্ত, সমাজকর্মী কাজল দেবনাথসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত