চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা এলাকায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১৩) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা হলে সোমবার (৫ মে) দিবাগত রাতে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ মে) বিকেলে তাদেরকে চাঁদপুর আদালতে সোপর্দ করে মতলব উত্তর থানা পুলিশ। এ তথ্য নিশ্চিত করেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, রোববার (৪ মে) দিবাগত রাত ৯টার দিকে ওই স্কুলছাত্রী পারিবারিক বিষয় নিয়ে তার মায়ের সঙ্গে কথা-কাটাকাটি একপর্যায়ে রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়। এ সময় আশপাশে থাকা সাফায়েত (১৮), লামিম (১৮) ও রাব্বি (১৯) নামের তিন যুবক তাকে জোরপূর্বক ধরে কাছাকাছি এক ব্যক্তির পরিত্যক্ত বসতঘরে নিয়ে যায়। সেখানে সারা রাত তিনজন মিলে স্কুলছাত্রীকে ধর্ষণ করেন।
পরদিন সোমবার ফজরের নামাজের পরে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যান অভিযুক্তরা। পরে মোবাইল ফোনে খবর পেয়ে ভিকটিমের চাচা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। ঘটনা জানাজানি হলে রাত সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্কুলছাত্রীকে থানায় নিয়ে আসে এবং তার মৌখিক জবানবন্দির ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে জানতে চাইলে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ‘স্কুলছাত্রীর পরিবার থেকে মৌখিকভাবে বিষয়টি জানানোর পর আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং তাকে থানায় নিয়ে আসি। তার জবানবন্দি অনুযায়ী রাতেই অভিযান চালিয়ে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করি। পরিবারের অভিযোগের ভিত্তিতে ধর্ষণ মামলা রুজু করা হয়েছে।’
রবিউল হক বলেন, গ্রেপ্তার তিন আসামিকে মঙ্গলবার (৬ মে) চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। ওই স্কুলছাত্রীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং তদন্ত দ্রুততম সময়ের মধ্যে শেষ করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা এলাকায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১৩) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা হলে সোমবার (৫ মে) দিবাগত রাতে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ মে) বিকেলে তাদেরকে চাঁদপুর আদালতে সোপর্দ করে মতলব উত্তর থানা পুলিশ। এ তথ্য নিশ্চিত করেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, রোববার (৪ মে) দিবাগত রাত ৯টার দিকে ওই স্কুলছাত্রী পারিবারিক বিষয় নিয়ে তার মায়ের সঙ্গে কথা-কাটাকাটি একপর্যায়ে রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়। এ সময় আশপাশে থাকা সাফায়েত (১৮), লামিম (১৮) ও রাব্বি (১৯) নামের তিন যুবক তাকে জোরপূর্বক ধরে কাছাকাছি এক ব্যক্তির পরিত্যক্ত বসতঘরে নিয়ে যায়। সেখানে সারা রাত তিনজন মিলে স্কুলছাত্রীকে ধর্ষণ করেন।
পরদিন সোমবার ফজরের নামাজের পরে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যান অভিযুক্তরা। পরে মোবাইল ফোনে খবর পেয়ে ভিকটিমের চাচা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। ঘটনা জানাজানি হলে রাত সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্কুলছাত্রীকে থানায় নিয়ে আসে এবং তার মৌখিক জবানবন্দির ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে জানতে চাইলে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ‘স্কুলছাত্রীর পরিবার থেকে মৌখিকভাবে বিষয়টি জানানোর পর আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং তাকে থানায় নিয়ে আসি। তার জবানবন্দি অনুযায়ী রাতেই অভিযান চালিয়ে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করি। পরিবারের অভিযোগের ভিত্তিতে ধর্ষণ মামলা রুজু করা হয়েছে।’
রবিউল হক বলেন, গ্রেপ্তার তিন আসামিকে মঙ্গলবার (৬ মে) চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। ওই স্কুলছাত্রীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং তদন্ত দ্রুততম সময়ের মধ্যে শেষ করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলীর বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর পোস্টার লাগানো ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়। কলেজ ক্যাম্পাস ও মহাসড়ক প্রদক্ষিণ শেষে কলেজের প্রশাসনিক...
২৪ মিনিট আগেপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ঋণ শাখার দুই কর্মকর্তার বিরুদ্ধে ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, মোটরসাইকেল ও কম্পিউটার ক্রয় ঋণের কিস্তির টাকা ব্যাংকে জমা না দিয়ে ভুয়া স্লিপ দেখিয়ে তাঁরা এ অর্থ আত্মসাৎ করেছেন।
৩৩ মিনিট আগেপটুয়াখালীতে এক সাংবাদিককে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন জেলা মহিলা দলের সভানেত্রী ও শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আফরোজা সীমা। হুমকির ওই ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
১ ঘণ্টা আগেরোববার গভীর রাতে সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. রাহাত খানের নেতৃত্বে পালেরহাট এলাকায় ফরিদ উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি একনলা বন্দুক ও নগদ এক লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে ফরিদের দেওয়া তথ্যে সহযোগী নাঈমের বাড়ির পাশের পুকুর থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা...
২ ঘণ্টা আগে