নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বর্তমান রাজনৈতিক সংকটে দেশে নাগরিক সমাজের অনেকে কী ভূমিকা নেবেন—সে বিষয়ে সংকটে পড়েছেন। তাদের একটি অংশ ক্ষমতাশীলদের তোষামোদি করে বিভিন্ন সুযোগ-সুবিধার জন্য চরম লজ্জাহীনতার পরিচয় দিচ্ছেন বলে মন্তব্য করেছেন ইংরেজি দৈনিক নিউএজ সম্পাদক নূরুল কবীর।
আজ শনিবার রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে বঙ্গীয় সাহিত্য সভা আয়োজিত ‘দেশের সংকটে নাগরিক সমাজের ভূমিকা’ শীর্ষক সেমিনারে অংশ নিয়ে নূরুল কবীর এসব কথা বলেন।
নূরুল কবীর বলেন, গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপিসহ বিরোধী দলসমূহের সমাবেশে হামলার প্রতিবাদে ২৯ অক্টোবর বিরোধীদের ডাকা হরতালে জনতার স্বতঃস্ফূর্ত মনোভাব প্রকাশ পেয়েছে। এই স্বতঃস্ফূর্ত মনোভাব গণভোটের সমান।’
নূরুল কবীর বলেন, ‘দেশে এখন যে অবস্থা বিরাজ করছে তাতে নাগরিক সমাজের যে ভূমিকা রাখার কথা ছিল, তার সত্যিকারের প্রতিফলন দেখা যাচ্ছে না। বিরোধী দলসমূহের ভোটাধিকারের আন্দোলনে যেভাবে স্বতঃস্ফূর্ত জনতার অংশগ্রহণ দেখা গেছে সে তুলনায় নাগরিক সমাজের প্রতিনিধিদের পাওয়া যায়নি।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘ভোটাধিকার না থাকলে মানুষ মূলত দাসে পরিণত হয়। দেশের মানুষ এখন সেদিকেই এগিয়ে যাচ্ছে। দুঃখজনক বিষয় হলো, নাগরিক সমাজের একটি অংশ শাসকগোষ্ঠীর সঙ্গে ভোটাধিকারের বিপক্ষে অবস্থান নিয়েছে।’
শিল্পী অরূপ রাহী বলেন, ‘দেশে এখন কম গণতন্ত্র, বেশি উন্নয়নের কথা বলা হয়। আসলে মানুষের চাওয়া কী, এটা আগে নির্ধারণ করতে হবে। এখন কর্তব্য হচ্ছে সবার আগে গণতন্ত্র প্রতিষ্ঠা করা ও গণতন্ত্রকে সুরক্ষিত করার জন্য রাজনৈতিক বোঝাপড়ায় পৌঁছানো।’
গবেষক রাখাল রাহা বলেন, ‘এখনকার সুশীল সমাজ চিন্তার দিক থেকে ৬০ এর দশকে রয়ে গেছেন। কিন্তু শাসক যারা স্বৈরাচার, তারা অতীতের যেকোনো সময়কে ছাড়িয়ে গিয়েছে হিংস্রতায়। এমন প্রেক্ষাপটে নাগরিক সমাজকে কী করণীয় তা ঠিক করতে হবে।’
বঙ্গীয় সাহিত্য সভার আহ্বায়ক মাহবুব মোর্শেদের সভাপতিত্বে এ সেমিনারে সংগঠনের সদস্যসচিব এহসান মাহমুদ, কবি সাখাওয়াত টিপু, মানবাধিকারকর্মী রোজিনা বেগম ও লেখক সালাহ উদ্দিন শুভ্র আলোচনায় অংশ নেন।
বর্তমান রাজনৈতিক সংকটে দেশে নাগরিক সমাজের অনেকে কী ভূমিকা নেবেন—সে বিষয়ে সংকটে পড়েছেন। তাদের একটি অংশ ক্ষমতাশীলদের তোষামোদি করে বিভিন্ন সুযোগ-সুবিধার জন্য চরম লজ্জাহীনতার পরিচয় দিচ্ছেন বলে মন্তব্য করেছেন ইংরেজি দৈনিক নিউএজ সম্পাদক নূরুল কবীর।
আজ শনিবার রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে বঙ্গীয় সাহিত্য সভা আয়োজিত ‘দেশের সংকটে নাগরিক সমাজের ভূমিকা’ শীর্ষক সেমিনারে অংশ নিয়ে নূরুল কবীর এসব কথা বলেন।
নূরুল কবীর বলেন, গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপিসহ বিরোধী দলসমূহের সমাবেশে হামলার প্রতিবাদে ২৯ অক্টোবর বিরোধীদের ডাকা হরতালে জনতার স্বতঃস্ফূর্ত মনোভাব প্রকাশ পেয়েছে। এই স্বতঃস্ফূর্ত মনোভাব গণভোটের সমান।’
নূরুল কবীর বলেন, ‘দেশে এখন যে অবস্থা বিরাজ করছে তাতে নাগরিক সমাজের যে ভূমিকা রাখার কথা ছিল, তার সত্যিকারের প্রতিফলন দেখা যাচ্ছে না। বিরোধী দলসমূহের ভোটাধিকারের আন্দোলনে যেভাবে স্বতঃস্ফূর্ত জনতার অংশগ্রহণ দেখা গেছে সে তুলনায় নাগরিক সমাজের প্রতিনিধিদের পাওয়া যায়নি।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘ভোটাধিকার না থাকলে মানুষ মূলত দাসে পরিণত হয়। দেশের মানুষ এখন সেদিকেই এগিয়ে যাচ্ছে। দুঃখজনক বিষয় হলো, নাগরিক সমাজের একটি অংশ শাসকগোষ্ঠীর সঙ্গে ভোটাধিকারের বিপক্ষে অবস্থান নিয়েছে।’
শিল্পী অরূপ রাহী বলেন, ‘দেশে এখন কম গণতন্ত্র, বেশি উন্নয়নের কথা বলা হয়। আসলে মানুষের চাওয়া কী, এটা আগে নির্ধারণ করতে হবে। এখন কর্তব্য হচ্ছে সবার আগে গণতন্ত্র প্রতিষ্ঠা করা ও গণতন্ত্রকে সুরক্ষিত করার জন্য রাজনৈতিক বোঝাপড়ায় পৌঁছানো।’
গবেষক রাখাল রাহা বলেন, ‘এখনকার সুশীল সমাজ চিন্তার দিক থেকে ৬০ এর দশকে রয়ে গেছেন। কিন্তু শাসক যারা স্বৈরাচার, তারা অতীতের যেকোনো সময়কে ছাড়িয়ে গিয়েছে হিংস্রতায়। এমন প্রেক্ষাপটে নাগরিক সমাজকে কী করণীয় তা ঠিক করতে হবে।’
বঙ্গীয় সাহিত্য সভার আহ্বায়ক মাহবুব মোর্শেদের সভাপতিত্বে এ সেমিনারে সংগঠনের সদস্যসচিব এহসান মাহমুদ, কবি সাখাওয়াত টিপু, মানবাধিকারকর্মী রোজিনা বেগম ও লেখক সালাহ উদ্দিন শুভ্র আলোচনায় অংশ নেন।
নারায়ণগঞ্জে দুই সপ্তাহের ব্যবধানে জেলা বিএনপির আওতাধীন আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এসব আদেশের পেছনে রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, খুন ও চাঁদাবাজির অভিযোগ। কিন্তু এভাবে একের পর এক বহিষ্কার করেও বিএনপির নেতা-কর্মীদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। উল্টো তাঁরা নতুন নতুন অভিযোগে প্রশ্নবিদ্ধ...
২ ঘণ্টা আগে২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে গত এক বছরে বগুড়ায় একের পর এক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও জেলা পুলিশের সদস্যরা কোথাও লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল বা রাবার বুলেট চালানোর মতো বলপ্রয়োগ করেনি। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ৩৭ লাখ জনসংখ্যার এই জেলায় নানা ধরনের অপরাধ সংঘটিত হলেও গত বছরের ৫ আগস্টের পর...
৪ ঘণ্টা আগেফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরেরা উদ্দেশ্যমূলকভাবে বিচার বিভাগকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ফোরামের সভাপতি জয়নুল আবেদীন।
৪ ঘণ্টা আগেঅ্যানিমেল হাজবেন্ড্রি ও ডক্টর অব ভেটিরিনারি মেডিসিন উভয় ডিসিপ্লিনের সমন্বয়ে কম্বাইন্ড ডিগ্রি প্রদানের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দাবিতে অ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগের শিক্ষার্থীরা এ
৫ ঘণ্টা আগে