Ajker Patrika

‘গৃহশ্রমিকদের নীতিমালা থেকে আইন হয়নি ৮ বছরেও’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ মার্চ ২০২৩, ১১: ৩৩
‘গৃহশ্রমিকদের নীতিমালা থেকে আইন হয়নি ৮ বছরেও’

গৃহকর্মীদের জন্য অবিলম্বে আইন প্রণয়নের দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরীন আখতার। তিনি বলেন, ‘২০১৫ সালে গৃহশ্রমিকদের জন্য সরকার যে নীতিমালা গ্রহণ করেছে, তা প্রায় আট বছর হতে চলেছে। আর অপেক্ষা নয়। প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি, গৃহশ্রমিকদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার জন্য আইন প্রণয়ন করা হোক।’

আন্তর্জাতিক নারী দিবস সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে এক অনুষ্ঠানে সংসদ সদস্য শিরীন আখতার এসব কথা বলেন। গতকাল বেলা ৩টার দিকে ধানমন্ডির রবীন্দ্রসরোবর মঞ্চে গণসমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংগঠন দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) এবং কর্মজীবী নারী। সংগঠন দুটির পাঠানো যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে অতিথিদের মধ্যে আরও ছিলেন নারী নেত্রী প্রফেসর মাহফুজা খানম; ডিএসকের নির্বাহী পরিচালক ডা. দিবালোক সিংহ; গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের ভারপ্রাপ্ত সমন্বয়ক আবুল হোসেন, শ্রম অধিদপ্তরের শ্রম পরিদর্শক (স্বাস্থ্য) ইফফাত আরা। সমাবেশে ট্রেড ইউনিয়নের নেতা, বিভিন্ন উন্নয়ন সংগঠনের কর্মকর্তাসহ রাজধানীর বিভিন্ন এলাকার কয়েক শ গৃহকর্মী উপস্থিত ছিলেন বলে জানিয়েছে আয়োজকেরা।

রাজধানীতে গৃহশ্রমিক সমাবেশে প্রদীপ প্রজ্বালন অনুষ্ঠানের আয়োজন করে উন্নয়ন সংগঠন ডিএসকে ও কর্মজীবী নারী। গতকাল রাজধানীর ধানমন্ডি এলাকার রবীন্দ্রসরোবর মঞ্চেকর্মজীবী নারীর সভাপতি দিলনাশি মোহসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের অতিরিক্ত নির্বাহী পরিচালক সানজিদা সুলতানা। এতে কর্মসূচির উদ্দেশ্য তুলে ধরেন ডিএসকের যুগ্ম পরিচালক ফজিলা খানম।

অনুষ্ঠানে একাধিক গৃহকর্মী বলেন, বুয়া কোনো নাম নয়, তাঁদের আলাদা নাম আছে। তাঁরা নিজ নামের স্বীকৃতি ও পেশার মর্যাদা চান। এ জন্য আইন করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।

অনুষ্ঠান থেকে গৃহশ্রমিকদের ওপর সহিংসতা ও নির্যাতন বন্ধে এসব ঘটনার দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্নের দাবি জানানো হয়। এ ভাড়া আইএলও কনভেনশন ১৮৯ সমর্থন এবং শ্রম আইনে গৃহশ্রমিকদের অন্তর্ভুক্ত করার দাবি জানান বক্তাররা।

বিকেলে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক পরিবেশনা করে বিভিন্ন সংগঠন। এতে সাংস্কৃতিক দল ডিএসকে গণসংগীত, সেলিম পাগল বাউলের দল বাউল সংগীত, আলক (আন্দোলন-লড়াইয়ে কর্মজীবী নারী) সাংস্কৃতিক দল লাঠিখেলা; গৃহশ্রমিকের একটি দল নাচ-গান ও ব্যান্ড দল এফ মাইনর সংগীত পরিবেশন করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত