Ajker Patrika

ডাকাত দলে স্বামী-স্ত্রী ও শ্যালক, প্রবাসীর বাড়িতে লুটের ঘটনায় গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১৯: ১৬
ডাকাত দলে স্বামী-স্ত্রী ও শ্যালক, প্রবাসীর বাড়িতে লুটের ঘটনায় গ্রেপ্তার

স্বামী, স্ত্রী ও শ্যালক নিয়ে গড়ে উঠেছে একটি ডাকাত দল। এ দলে রয়েছেন আরও কয়েকজন সদস্য। তাঁরা দেশের বিভিন্ন জেলায় ডাকাতি করে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ। গত ২৭ সেপ্টেম্বর ফরিদপুর সদরের তাম্বুলখানা গ্রামে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় করা মামলায় গতকাল শনিবার রাতে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শহিদুল ইসলাম (৪০), তাঁর স্ত্রী মিনু আক্তার ওরফে শারমিন (৩৮) এবং শ্যালক আরিফ মাতুব্বর (৩০)। গতকাল শনিবার রাত সাড়ে ৮টায় ফরিদপুর শহরের গোয়ালচামট ওয়ারলেসপাড়ায় অভিযান চালিয়ে স্বামী, স্ত্রী ও জেলার সালথা উপজেলার ভাওয়াল গ্রামে অভিযান চালিয়ে শহিদুলের শ্যালক আরিফকে গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তারের সময় ডাকাতি হওয়া একটি মোবাইল ফোন, প্রবাসীর বাড়ির সিসি ক্যামেরার ডিভিআর মেশিন, ডাকাতির কাজে ব্যবহৃত ছুরি, গ্রিল কাটারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। 

আজ রোববার দুপুরে ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের এসব তথ্য জানান পুলিশ সুপার মো. শাহজাহান। শহরের ভাড়া বাসায় থেকে শারমিন ডাকাত দলের সহযোগিতা করে আসছিলেন বলে তিনি জানান। 

পুলিশ সুপার বলেন, ‘তাম্বুলখানা এলাকায় রাত পৌনে ২টার দিকে কাতারপ্রবাসী চান মিয়ার বাড়িতে সাতজনের ডাকাত দল গ্রিল কেটে মালামাল লুট করে। বাড়ির সবাইকে জিম্মি করে মোবাইল ফোন, কানের দুল, চুড়ি, চেইন ও নগদ অর্থসহ প্রায় আট লাখ টাকার মালামাল লুট করে। তদন্ত করে ও প্রযুক্তির মাধ্যমে আসামিদের চিহ্নিত করা হয়।’ 

গ্রেপ্তার ব্যক্তিরা গত ১৪ সেপ্টেম্বর নগরকান্দা থানা এলাকায় এক বাড়িতে ডাকাতি করেছেন বলে জানান পুলিশ সুপার। তিনি বলেন, ‘বাগেরহাটের মোল্লারহাট, নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও ঢাকার খিলগাঁও এলাকার আরেক বাড়িতে ডাকাতি করেছে। এ ছাড়া আসামিদের চক্রটি দেশের বিভিন্ন জেলায় ডাকাতি করেছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে গ্রেপ্তাররা। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।’ 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আব্দুল্লাহ বিন কালাম, অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত