Ajker Patrika

আশুলিয়ায় কেব্‌ল টিভির ব্যবসা নিয়ে দ্বন্দ্বে গুলিবিদ্ধ ৩

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ১০: ০২
আশুলিয়ায় কেব্‌ল টিভির ব্যবসা নিয়ে দ্বন্দ্বে গুলিবিদ্ধ ৩

সাভারের আশুলিয়ায় কেব্‌ল টিভি (ডিশ) ব্যবসার দ্বন্দ্বে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাঁরা সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ডিশ ব্যবসার দ্বন্দ্ব সমাধান ও মীমাংসার কথা বলে ডেকে নিয়ে ইউনিয়ন যুবলীগ নেতা মাসুম খান ও তাঁর সহযোগীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। 

বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় আশুলিয়ার কাঠগড়া বাজারসংলগ্ন কোহিনুর সরকার মার্কেটের পেছনে ওয়াজউদ্দিনের বাসার সামনে এ ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধরা হলেন আশুলিয়ার দুর্গাপুর এলাকার মোতালেব সরকারের ছেলে মানিক সরকার (৫০), ইয়াকুব আলী সরকারের ছেলে সাইদুর সরকার (৩৮) এবং মহিউদ্দিন সরকারের ছেলে শরীফ সরকার (৩৬)। 

গুলিবিদ্ধ মানিক সরকার বলেন, ‘আমরা ওই এলাকায় ১০ বছর ধরে ডিশের ব্যবসা করে আসছিলাম। সন্ধ্যায় হঠাৎ অশ্রু, সালমান, মাসুম ও বক্কর আমাদের লাইনের সংযোগ কেটে তাদের সংযোগ দিচ্ছিল। এ ঘটনায় অশ্রুর সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তারা তাদের অফিসে বিষয়টি মীমাংসার জন্য ডাকে। পরে আমরা আমাদের সিনিয়রদের নিয়ে অশ্রুর অফিসে গেলে কথা-কাটাকাটি হয়। এ সময় তারা অস্ত্র নিয়ে অতর্কিত গুলি চালালে আমাদের তিনজন গুলিবিদ্ধ হয়। তাদের কাছে অবৈধ অস্ত্র আছে। পরে আমাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়।’ 

তবে বিষয়টি অস্বীকার করে আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মাসুম খান বলেন, ‘ঘটনা ঘটেছে শুনেছি। তবে বেশি কিছু জানি না। আমি ওখানে ছিলাম না।’ 

মাসুম খানের সহযোগী সালমান বলেন, ‘এর আগেও তারা আমাদের ওপর হামলা করেছে। আজকেও তারাই গুলি করেছে। লোকজন বসে ছিল। গুলি করার পর সবাই দৌড়ে পালিয়েছে।’ 

এ বিষয়ে আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ সরকার বলেন, ‘মানিক সরকার, সাইদুর সরকার ও শরীফ সরকার তিনজনই আমাদের একটি ওয়ার্ডের বিভিন্ন পদে আছে। আজকের এ ঘটনা সম্পর্কে আমি জানি না।’ 

আশুলিয়া থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) ফরহাদ বিন করিম বলেন, ‘প্রাথমিকভাবে তিনজন গুলিবিদ্ধ হওয়ার তথ্য মিলেছে। এ ঘটনার তদন্ত চলছে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিস্তারিত পরে বলা যাবে।’ 

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক, উত্তর বিভাগ) মো. আবদুল্লাহিল কাফী বলেন, ‘কেব্‌ল টিভির ব্যবসাকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। গুলিবিদ্ধরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তদন্ত করে প্রকৃত অপরাধীদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত