সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভারের আশুলিয়ায় কেব্ল টিভি (ডিশ) ব্যবসার দ্বন্দ্বে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাঁরা সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ডিশ ব্যবসার দ্বন্দ্ব সমাধান ও মীমাংসার কথা বলে ডেকে নিয়ে ইউনিয়ন যুবলীগ নেতা মাসুম খান ও তাঁর সহযোগীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় আশুলিয়ার কাঠগড়া বাজারসংলগ্ন কোহিনুর সরকার মার্কেটের পেছনে ওয়াজউদ্দিনের বাসার সামনে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন আশুলিয়ার দুর্গাপুর এলাকার মোতালেব সরকারের ছেলে মানিক সরকার (৫০), ইয়াকুব আলী সরকারের ছেলে সাইদুর সরকার (৩৮) এবং মহিউদ্দিন সরকারের ছেলে শরীফ সরকার (৩৬)।
গুলিবিদ্ধ মানিক সরকার বলেন, ‘আমরা ওই এলাকায় ১০ বছর ধরে ডিশের ব্যবসা করে আসছিলাম। সন্ধ্যায় হঠাৎ অশ্রু, সালমান, মাসুম ও বক্কর আমাদের লাইনের সংযোগ কেটে তাদের সংযোগ দিচ্ছিল। এ ঘটনায় অশ্রুর সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তারা তাদের অফিসে বিষয়টি মীমাংসার জন্য ডাকে। পরে আমরা আমাদের সিনিয়রদের নিয়ে অশ্রুর অফিসে গেলে কথা-কাটাকাটি হয়। এ সময় তারা অস্ত্র নিয়ে অতর্কিত গুলি চালালে আমাদের তিনজন গুলিবিদ্ধ হয়। তাদের কাছে অবৈধ অস্ত্র আছে। পরে আমাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়।’
তবে বিষয়টি অস্বীকার করে আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মাসুম খান বলেন, ‘ঘটনা ঘটেছে শুনেছি। তবে বেশি কিছু জানি না। আমি ওখানে ছিলাম না।’
মাসুম খানের সহযোগী সালমান বলেন, ‘এর আগেও তারা আমাদের ওপর হামলা করেছে। আজকেও তারাই গুলি করেছে। লোকজন বসে ছিল। গুলি করার পর সবাই দৌড়ে পালিয়েছে।’
এ বিষয়ে আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ সরকার বলেন, ‘মানিক সরকার, সাইদুর সরকার ও শরীফ সরকার তিনজনই আমাদের একটি ওয়ার্ডের বিভিন্ন পদে আছে। আজকের এ ঘটনা সম্পর্কে আমি জানি না।’
আশুলিয়া থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) ফরহাদ বিন করিম বলেন, ‘প্রাথমিকভাবে তিনজন গুলিবিদ্ধ হওয়ার তথ্য মিলেছে। এ ঘটনার তদন্ত চলছে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিস্তারিত পরে বলা যাবে।’
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক, উত্তর বিভাগ) মো. আবদুল্লাহিল কাফী বলেন, ‘কেব্ল টিভির ব্যবসাকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। গুলিবিদ্ধরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তদন্ত করে প্রকৃত অপরাধীদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।’
সাভারের আশুলিয়ায় কেব্ল টিভি (ডিশ) ব্যবসার দ্বন্দ্বে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাঁরা সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ডিশ ব্যবসার দ্বন্দ্ব সমাধান ও মীমাংসার কথা বলে ডেকে নিয়ে ইউনিয়ন যুবলীগ নেতা মাসুম খান ও তাঁর সহযোগীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় আশুলিয়ার কাঠগড়া বাজারসংলগ্ন কোহিনুর সরকার মার্কেটের পেছনে ওয়াজউদ্দিনের বাসার সামনে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন আশুলিয়ার দুর্গাপুর এলাকার মোতালেব সরকারের ছেলে মানিক সরকার (৫০), ইয়াকুব আলী সরকারের ছেলে সাইদুর সরকার (৩৮) এবং মহিউদ্দিন সরকারের ছেলে শরীফ সরকার (৩৬)।
গুলিবিদ্ধ মানিক সরকার বলেন, ‘আমরা ওই এলাকায় ১০ বছর ধরে ডিশের ব্যবসা করে আসছিলাম। সন্ধ্যায় হঠাৎ অশ্রু, সালমান, মাসুম ও বক্কর আমাদের লাইনের সংযোগ কেটে তাদের সংযোগ দিচ্ছিল। এ ঘটনায় অশ্রুর সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তারা তাদের অফিসে বিষয়টি মীমাংসার জন্য ডাকে। পরে আমরা আমাদের সিনিয়রদের নিয়ে অশ্রুর অফিসে গেলে কথা-কাটাকাটি হয়। এ সময় তারা অস্ত্র নিয়ে অতর্কিত গুলি চালালে আমাদের তিনজন গুলিবিদ্ধ হয়। তাদের কাছে অবৈধ অস্ত্র আছে। পরে আমাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়।’
তবে বিষয়টি অস্বীকার করে আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মাসুম খান বলেন, ‘ঘটনা ঘটেছে শুনেছি। তবে বেশি কিছু জানি না। আমি ওখানে ছিলাম না।’
মাসুম খানের সহযোগী সালমান বলেন, ‘এর আগেও তারা আমাদের ওপর হামলা করেছে। আজকেও তারাই গুলি করেছে। লোকজন বসে ছিল। গুলি করার পর সবাই দৌড়ে পালিয়েছে।’
এ বিষয়ে আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ সরকার বলেন, ‘মানিক সরকার, সাইদুর সরকার ও শরীফ সরকার তিনজনই আমাদের একটি ওয়ার্ডের বিভিন্ন পদে আছে। আজকের এ ঘটনা সম্পর্কে আমি জানি না।’
আশুলিয়া থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) ফরহাদ বিন করিম বলেন, ‘প্রাথমিকভাবে তিনজন গুলিবিদ্ধ হওয়ার তথ্য মিলেছে। এ ঘটনার তদন্ত চলছে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিস্তারিত পরে বলা যাবে।’
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক, উত্তর বিভাগ) মো. আবদুল্লাহিল কাফী বলেন, ‘কেব্ল টিভির ব্যবসাকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। গুলিবিদ্ধরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তদন্ত করে প্রকৃত অপরাধীদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।’
শিশুদের কলকাকলিতে মুখর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারি। গ্যালারির দেয়ালজুড়ে সাজানো তাদেরই পছন্দের অনেক ছবি। বইয়ে যে ছবি দেখে পড়া শিখেছে, সেগুলোই ঝুলছিল দেয়ালে। কী নেই সেখানে! নানা নকশায় লেখা বাংলা বর্ণমালা। গাছের ছবি, প্রাণীর ছবি, ফুলের ছবি, পাখির ছবি। বাচ্চারা সেগুলো দেখছে, পরস্পর আলাপ করছে।
৪ ঘণ্টা আগেসংস্কার শুরু হয়েছে রাজশাহী মহানগরীর জামালপুর-চকপাড়া ও হড়গ্রাম এলাকায় সাবেক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার বাড়ির সামনের সড়ক। পুরোনো ইট-খোয়া সরিয়ে নতুন উপকরণ দিয়ে করার কথা কাজ। কিন্তু ঠিকাদার সড়ক দুটি খুঁড়ে পাওয়া পুরোনো ইট-খোয়া দিয়েই কাজ করছেন। এ নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করলেও পরিদর্শনেই যাননি
৪ ঘণ্টা আগেবান্দরবানের আলীকদম উপজেলা সদর ইউনিয়নে ভুয়া কাগজপত্রে ভোটার হচ্ছেন রোহিঙ্গারা। রোহিঙ্গাদের কাছ থেকে জনপ্রতি ২০ থেকে ৫০ হাজার টাকা নিয়ে জনপ্রতিনিধিরা ভুয়া নাগরিক সনদ ও ‘রোহিঙ্গা নয়’ মর্মে প্রত্যয়নপত্র দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
৫ ঘণ্টা আগেইতিহাস, ঐতিহ্য আর মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বাংলাদেশ বেতারের পুরোনো সদর দপ্তর ভবন। রাজধানীর শাহবাগে অবস্থিত এই ভবনের অবস্থা এখন করুণ। বেতারের স্মৃতি-ঐতিহ্যের কিছুই আর অবশিষ্ট নেই। প্রায় পরিত্যক্ত এই ভবন এখন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক বিএসএমএমইউ/পিজি) জন্য কাজ করা আনসার সদস্যদের
৫ ঘণ্টা আগে