নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা টানা তিন দিনের অবরোধ কর্মসূচির শেষ দিনে রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোর ৫টা ২০ মিনিটের দিকে বেড়িবাঁধের ভাঙ্গা মসজিদের সামনে মৌমিতা পরিবহনের বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি এবং কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে মোহাম্মদপুর থানার পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৫টার পর বেড়িবাঁধের ভাঙ্গা মসজিদের সামনে দাঁড়িয়ে থাকা মৌমিতা পরিবহনের বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে বাসের ভেতরের অংশ পুড়ে ছাঁই হয়ে যায়। এ সময় ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে এসে তারা আগুন নেভায়।
এ বিষয়ে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আজিজুল হক বলেন, ‘মোহাম্মদপুর বেড়িবাঁধের ওপর পার্কিং করে রাখা মৌমিতা পরিবহনের বাসে ভোর ৫টার পর অগ্নিসংযোগ করা হয়েছে। পরে স্থানীয়রা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। এ ঘটনায় আমরা আশপাশের সব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা টানা তিন দিনের অবরোধ কর্মসূচির শেষ দিনে রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোর ৫টা ২০ মিনিটের দিকে বেড়িবাঁধের ভাঙ্গা মসজিদের সামনে মৌমিতা পরিবহনের বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি এবং কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে মোহাম্মদপুর থানার পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৫টার পর বেড়িবাঁধের ভাঙ্গা মসজিদের সামনে দাঁড়িয়ে থাকা মৌমিতা পরিবহনের বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে বাসের ভেতরের অংশ পুড়ে ছাঁই হয়ে যায়। এ সময় ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে এসে তারা আগুন নেভায়।
এ বিষয়ে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আজিজুল হক বলেন, ‘মোহাম্মদপুর বেড়িবাঁধের ওপর পার্কিং করে রাখা মৌমিতা পরিবহনের বাসে ভোর ৫টার পর অগ্নিসংযোগ করা হয়েছে। পরে স্থানীয়রা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। এ ঘটনায় আমরা আশপাশের সব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ লাভলুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাতে বাঁশতৈল বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাগর আহমেদ লাভলু বাঁশতৈল ইউনিয়নের গাইরাবেতিল গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
৭ মিনিট আগে৫৫ হাজার টাকার মোবাইল কেনার বায়না ধরে সাব্বির মোল্লা (১৬) নামের এক স্কুলছাত্র কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছে। টের পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসাসেবায় সে প্রাণে বেঁচে যায়। তার এমন কর্মকাণ্ডে পরিবার ও এলাকাবাসী হতবাক।
৯ মিনিট আগেপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোড়াগাছা গ্রামের মিলন মাদবর দীর্ঘদিন ধরে ওমানপ্রবাসী। গ্রামের বাড়িতে কেউ না থাকায় মিলন মাদবরের বসতঘরটি পরিত্যক্ত অবস্থায় আছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে পাঁচটি বালতিতে রাখা ৩০টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়।
১২ মিনিট আগেগাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় ৭ আগস্ট যে স্থানে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করেছিল, সেই একই স্থানে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এক শরবত বিক্রেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত ওই ব্যক্তিকে পরে হাসপাতালে ভর্তি করা হয়।
২৬ মিনিট আগে