কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতীতে করোনাভাইরাসের টিকা নেওয়ার ৮ ঘণ্টা পর তানজীন আক্তার নামের এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। টিকা নেওয়ার কিছুক্ষণ পর তার শরীরে জ্বর শুরু হয়, একপর্যায়ে জ্বর তীব্র হয়ে মৃত্যু হয় ওই শিক্ষার্থীর। তবে ভ্যাকসিন নেওয়ার কারণে তার মৃত্যু হয়নি বলে জানান স্বাস্থ্য কর্মকর্তা।
তানজীন আক্তার উপজেলার সল্লা ইউনিয়নের ভাওয়াল গ্রামের শামসুর রহমানের মেয়ে। সে নরদহি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
নিহতের পরিবার ও সহপাঠীরা জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নরদহী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা টিকা নিতে কালিহাতী যান। সেখানে তানজীন আক্তারও টিকা নেন। টিকা নেওয়ার কিছুক্ষণ পরেই তার জ্বর আসলে সে বাড়ি চলে যায়। বাড়িতে যাওয়ার পর শরীর খারাপের জন্য স্বাস্থ্যকর্মীদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা নাপা ট্যাবলেট খাওয়ানোর পরামর্শ দেন। সে অনুযায়ী তাকে নাপা ট্যাবলেট খাওয়ানো হয়। পরে সন্ধ্যার দিকে মৃত্যু হয় তানজীনের।
ওই শিক্ষার্থীর বড় ভাই বলেন, টিকা দেওয়ার কিছুক্ষণ পরে তানজীনের জ্বর আসে। স্বাস্থ্যকর্মীদের নির্দেশনা মোতাবেক নাপা ট্যাবলেট খাওয়ানো হয়।
নরদহি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ভ্যাকসিন নেওয়ার পরে তার প্রচণ্ড জ্বর উঠে। এরপর সে বাড়ি চলে যায়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে রুমান সিদ্দিকী বলেন, ‘স্ট্রোকে তার মৃত্যু হতে পারে ভ্যাকসিন নেওয়ার কারণে নয়। ভ্যাকসিন নেওয়ার কারণে মৃত্যু হলে তার খিঁচুনি, শ্বাসকষ্ট ও বমিসহ অন্যান্য পার্শ্বপ্রতিক্রিয়া হতো। কিন্তু তার মাঝে এসব কোনো পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া যায়নি।’
টাঙ্গাইলের কালিহাতীতে করোনাভাইরাসের টিকা নেওয়ার ৮ ঘণ্টা পর তানজীন আক্তার নামের এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। টিকা নেওয়ার কিছুক্ষণ পর তার শরীরে জ্বর শুরু হয়, একপর্যায়ে জ্বর তীব্র হয়ে মৃত্যু হয় ওই শিক্ষার্থীর। তবে ভ্যাকসিন নেওয়ার কারণে তার মৃত্যু হয়নি বলে জানান স্বাস্থ্য কর্মকর্তা।
তানজীন আক্তার উপজেলার সল্লা ইউনিয়নের ভাওয়াল গ্রামের শামসুর রহমানের মেয়ে। সে নরদহি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
নিহতের পরিবার ও সহপাঠীরা জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নরদহী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা টিকা নিতে কালিহাতী যান। সেখানে তানজীন আক্তারও টিকা নেন। টিকা নেওয়ার কিছুক্ষণ পরেই তার জ্বর আসলে সে বাড়ি চলে যায়। বাড়িতে যাওয়ার পর শরীর খারাপের জন্য স্বাস্থ্যকর্মীদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা নাপা ট্যাবলেট খাওয়ানোর পরামর্শ দেন। সে অনুযায়ী তাকে নাপা ট্যাবলেট খাওয়ানো হয়। পরে সন্ধ্যার দিকে মৃত্যু হয় তানজীনের।
ওই শিক্ষার্থীর বড় ভাই বলেন, টিকা দেওয়ার কিছুক্ষণ পরে তানজীনের জ্বর আসে। স্বাস্থ্যকর্মীদের নির্দেশনা মোতাবেক নাপা ট্যাবলেট খাওয়ানো হয়।
নরদহি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ভ্যাকসিন নেওয়ার পরে তার প্রচণ্ড জ্বর উঠে। এরপর সে বাড়ি চলে যায়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে রুমান সিদ্দিকী বলেন, ‘স্ট্রোকে তার মৃত্যু হতে পারে ভ্যাকসিন নেওয়ার কারণে নয়। ভ্যাকসিন নেওয়ার কারণে মৃত্যু হলে তার খিঁচুনি, শ্বাসকষ্ট ও বমিসহ অন্যান্য পার্শ্বপ্রতিক্রিয়া হতো। কিন্তু তার মাঝে এসব কোনো পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া যায়নি।’
দখল-দূষণে অস্তিত্বসংকটে পড়েছে কুমিল্লার পুরাতন গোমতী নদী। দখলদারদের কাছ থেকে নদীটি উদ্ধারের পর সংস্কার করে রাজধানীর হাতিরঝিলের আদলে নান্দনিক করার প্রকল্প হাতে নেওয়া হলেও তা বাস্তবায়ন হচ্ছে না। নদীপাড়ে উচ্ছেদ অভিযান পরিচালনার বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক), পানি উন্নয়ন বোর্ড (পাউবো)
১ ঘণ্টা আগেচট্টগ্রামের ফটিকছড়িতে ধর্ষণের মামলা থেকে বাঁচতে জালিয়াতির মাধ্যমে তৈরি করা জন্মসনদে বয়স কমানোর অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। অভিযুক্ত তরুণের নাম কাউসার হোসেন (১৯)। তিনি উপজেলার বাগানবাজার ইউনিয়নের হলুদিয়া এলাকার প্রয়াত মুকলেছুর রহমানের ছেলে। জালিয়াতির মাধ্যমে করা জন্মসনদে কাউসারের বয়স দেখানো হয়েছ
১ ঘণ্টা আগেনীলফামারীর ডিমলা উপজেলা ঘিরে রেখেছে নাউতারা, কুমলাই, ধুম ও বুড়িতিস্তা নদ-নদী। তবে দখল-দূষণে অস্তিত্বের সংকটে পড়েছে এগুলো। তিন বছর আগে প্রাণ ফেরাতে নাউতারা ও ধুম খনন করা হলেও কাজে আসেনি। খননের পরও নিশ্চিত করা যায়নি পানির প্রবাহ। নাব্যতা হারিয়ে এগুলো শুকিয়ে জেগে উঠেছে চর। সেখানে ধানসহ সবজির চাষ হচ্ছে।
১ ঘণ্টা আগেগত বছরের দফায় দফায় বন্যায় মৌলভীবাজারে প্রায় ২৫০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বছর পেরিয়ে আবার বর্ষা মৌসুম এলেও সড়ক সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে সীমাহীন দুর্ভোগে রয়েছে জেলাবাসী। সড়কগুলোর কোনোটির পিচ উঠে ইট-সুরকি বেরিয়ে গেছে, কোথাও সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত।
১ ঘণ্টা আগে