ঢামেক প্রতিবেদক
রাজধানীর দনিয়া এলাকার একটি বাসায় নুসরাত জাহান তাফরিন (১০) নামে এক শিশুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁর বাবা-মায়ের দাবি—একা বাসায় খেলতে গিয়ে গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দিয়েছিল শিশুটি।
আজ বুধবার রাত ১০টার দিকে দনিয়া আনন্দবাজার এলাকার বাসা থেকে মুমূর্ষু অবস্থায় ওই শিশুকে তাঁর বাবা-মা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বরিশাল সদরের নলচর গ্রামের সৌদিপ্রবাসী মো. ইউসুফ ও ইতি আক্তার দম্পতির মেয়ে তাফরিন। দুই ভাই বোনের মধ্যে তাফরিন ছিল বড়। সে যাত্রাবাড়ীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার পঞ্চম শ্রেণিতে পড়ত।
ঢামেক হাসপাতালে শিশুটির বাবা-মা জানান, গতকাল মঙ্গলবার সৌদি আরব থেকে দেশে আসেন ইউসুফ। বুধবার সন্ধ্যায় সবাই এক সঙ্গে খাওয়া-দাওয়া করে তাফরিনকে একা বাসায় রেখে, বাইরে থেকে তালা লাগিয়ে, ছোট ছেলেকে সঙ্গে নিয়ে কেনাকাটা করতে জুরাইন মার্কেটে যান তাঁরা। পরে রাত সাড়ে ৮টার দিকে তাঁরা বাসায় ফিরে ঘরের তালা খুলে ভেতরে ঢুকে দেখতে পান, বারান্দার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে ঝুলছে তাফরিন। সঙ্গে সঙ্গে তাকে নামিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, শিশুটির মা-বাবা দাবি করেছেন, খেলাচ্ছলে গলায় ফাঁস লাগতে পারে তাদের মেয়ের। তবে বিস্তারিত তদন্তের জন্য ঘটনাটি থানা-পুলিশকে জানানো হয়েছে। শিশুটির মরদেহ মর্গে রাখা হয়েছে।
রাজধানীর দনিয়া এলাকার একটি বাসায় নুসরাত জাহান তাফরিন (১০) নামে এক শিশুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁর বাবা-মায়ের দাবি—একা বাসায় খেলতে গিয়ে গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দিয়েছিল শিশুটি।
আজ বুধবার রাত ১০টার দিকে দনিয়া আনন্দবাজার এলাকার বাসা থেকে মুমূর্ষু অবস্থায় ওই শিশুকে তাঁর বাবা-মা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বরিশাল সদরের নলচর গ্রামের সৌদিপ্রবাসী মো. ইউসুফ ও ইতি আক্তার দম্পতির মেয়ে তাফরিন। দুই ভাই বোনের মধ্যে তাফরিন ছিল বড়। সে যাত্রাবাড়ীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার পঞ্চম শ্রেণিতে পড়ত।
ঢামেক হাসপাতালে শিশুটির বাবা-মা জানান, গতকাল মঙ্গলবার সৌদি আরব থেকে দেশে আসেন ইউসুফ। বুধবার সন্ধ্যায় সবাই এক সঙ্গে খাওয়া-দাওয়া করে তাফরিনকে একা বাসায় রেখে, বাইরে থেকে তালা লাগিয়ে, ছোট ছেলেকে সঙ্গে নিয়ে কেনাকাটা করতে জুরাইন মার্কেটে যান তাঁরা। পরে রাত সাড়ে ৮টার দিকে তাঁরা বাসায় ফিরে ঘরের তালা খুলে ভেতরে ঢুকে দেখতে পান, বারান্দার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে ঝুলছে তাফরিন। সঙ্গে সঙ্গে তাকে নামিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, শিশুটির মা-বাবা দাবি করেছেন, খেলাচ্ছলে গলায় ফাঁস লাগতে পারে তাদের মেয়ের। তবে বিস্তারিত তদন্তের জন্য ঘটনাটি থানা-পুলিশকে জানানো হয়েছে। শিশুটির মরদেহ মর্গে রাখা হয়েছে।
চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারে বন্দী পাহাড়ের সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) নেতা লাল প্লে কিং বম (২৭) মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৩ মিনিট আগেসৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাব্বির সরদার নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তাঁর বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলায়। জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের গৈলা গ্রামের ইসহাক সরদারের ছেলে সাব্বির। পরিবারের আর্থিক স্বচ্ছলতা আনতে এক বছর আগে তিনি সৌদি আরব পাড়ি জমান। তিনি সৌদি আরবের দাম্মাম শহরে একটি অফিসে...
৭ মিনিট আগেলক্ষ্মীপুরের কমলনগরে মাদক সেবনে বাঁধা দেয়ায় চার যুবককে পিটিয়ে আহত করা হয়েছে। গত সোমবার রাত ১০ টার দিকে হাজিরহাট ইউনিয়নের গণিপুর এলাকার নুরুজ্জামান মৌলভীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ওই এলাকার মো. আরিফের ছেলে আশরাফ হোসেন ওয়াসি (১৭), মো. ফারুকের ছেলে মারুফ (১৬), শাহাবুদ্দিনের ছেলে রাকিব...
১০ মিনিট আগেমানববন্ধনে শহরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড় থেকে অষ্টমীতলা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে সড়কের দুই পাশে কয়েক হাজার মানুষ অংশ নেন। এ সময় শেরপুরে দৃশ্যমান উন্নয়নের ব্যবস্থা করা না হলে জেলার সব কার্যক্রম শাটডাউনের হুঁশিয়ারি দেওয়া হয়।
১৪ মিনিট আগে