Ajker Patrika

মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘকে যাওয়ার আহ্বান ন্যাপের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১৪: ০৩
মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘকে যাওয়ার আহ্বান ন্যাপের

সীমান্তে বাংলাদেশের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক হামলা ও রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়টি জাতিসংঘের অধিবেশনে উত্থাপনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দাবি জানিয়েছে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ভাসানী।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এই আহ্বান জানান বক্তারা।

সংগঠনের সভাপতি মুস্তাক ভাসানী বলেন, মিয়ানমারের সঙ্গে যুদ্ধ এড়িয়ে চলতে হবে, তবে ভীত হলে চলবে না।

সীমান্তে মিয়ানমার বাংলাদেশের দিকে যেভাবে মর্টারশেল নিক্ষেপ করছে এবং সামরিক কার্যক্রম চালাচ্ছে, তাতে সরকারকে আরও কঠোর অবস্থান নিতে হবে।

প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, মিয়ানমার সীমান্তে যেভাবে সামরিক হামলা চালাচ্ছে, তাতে বাংলাদেশ এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। এটি বাংলাদেশের দুর্বল অবস্থানকে প্রতিফলিত করে। এর আগেও তারা লাখ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশের দিকে ঠেলে দিয়েছে। এখনো তারা এসব রোহিঙ্গাকে ফিরিয়ে নেয়নি, যার বোঝা এখনো বাংলাদেশ বহন করে চলেছে।

সাম্প্রতিক হামলা ও রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে জাতিসংঘকে উদ্যোগ নেওয়ার দাবি জানান মহিউদ্দিন আহমেদ। এর জন্য সরকারকে আরও সক্রিয় হওয়ার আহ্বানও জানান তিনি। 

সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কনজারভেটিভ পার্টির সভাপতি মো. আনিসুর রহমান, সোশ্যাল অ্যাক্টিভিটিজ ফোরামের সভাপতি মো. মাসুম বিল্লাহ নাফিয়ীসহ অন্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত