Ajker Patrika

নগরকান্দায় কাভার্ড ভ্যানের চাপায় ভ্যানযাত্রী নিহত

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৩: ৫০
নগরকান্দায় কাভার্ড ভ্যানের চাপায় ভ্যানযাত্রী নিহত

ফরিদপুরের নগরকান্দায় কাভার্ড ভ্যানের চাপায় বিল্লাল মাতুব্বর (৫৫) নামের এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুজন। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ফরিদপুর-বরিশাল মহাসড়কের শংকরপাশা এলাকায় এ ঘটনা ঘটে। বিল্লাল মাতুব্বর উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীঙাল গ্রামের বাসিন্দা। আহতরা একই এলাকার পান্নু মিয়া ও গনি মাতুব্বর। তাঁরা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিল্লালসহ তিনজন ভ্যানে করে শংকরপাশা বাজারে যাচ্ছিলেন। এ সময় বরিশালগামী একটি কাভার্ড ভ্যান পেছন থেকে ভ্যানটিকে চাপা দেয়। এতে যাত্রীরা ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় বিল্লাল মাতুব্বর কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এতে উত্তেজিত জনতা চালক ও হেলপারকে মারধর করে পুলিশে খবর দেন। তাঁরাও গুরুতর আহত হয়েছেন। 

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বলেন, কাভার্ড ভ্যানটিকে জব্দ করা হয়েছে। উত্তেজিত জনতার মারধরে চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন। তাঁদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

মেয়াদোত্তীর্ণ ঠিকাদারের নিয়ন্ত্রণে সার্ভার, ঝুলে আছে ৭ লাখ ড্রাইভিং লাইসেন্স

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত