Ajker Patrika

দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে বাংলাদেশ অপ্রতিরোধ্য: ঢাবি উপাচার্য 

ঢাবি প্রতিনিধি
দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে বাংলাদেশ অপ্রতিরোধ্য: ঢাবি উপাচার্য 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, ‘অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ধর্মীয় নানা কারণে দক্ষিণ এশিয়া গুরুত্বপূর্ণ রাজনৈতিক এলাকা। এর মধ্যে অনেকগুলো ডায়নামিকস আছে এবং এ সকল ডায়নামিকসের মধ্যে বাংলাদেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা। দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে বাংলাদেশ অপ্রতিদ্বন্দ্বী ও অপ্রতিরোধ্য।’ 

আজ সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে ‘সেন্টার ফর সাউথ এশিয়ান স্টাডিজ’ আয়োজিত ‘মুক্তিযুদ্ধের আদর্শ ও সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এ মন্তব্য করেন উপাচার্য। 

আখতারুজ্জামান আরও বলেন, ‘বিভিন্ন সময় এ অঞ্চলে সাম্প্রদায়িক অপশক্তির উত্থান ঘটেছিল। সামাজিক প্রতিরোধের মুখে সেগুলো গা ঢাকা দিয়েছে কিন্তু যেকোনো সময় সুযোগ পেলেই আঘাত করবে তাই আমাদের সজাগ থাকতে হবে।’ 

উপাচার্য বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করতে চেয়েছিলেন কিন্তু পাকিস্তানের দোসররা তাকে বাঁচিয়ে রাখেনি। বঙ্গবন্ধু কন্যার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে। ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, নিকট ভবিষ্যতে আমরা স্মার্ট বাংলাদেশে রূপান্তর হব। তাই বঙ্গবন্ধু কন্যার হাতকে শক্তিশালী করতে আমাদের কাজ করা দরকার।’ 

সেন্টার ফর সাউথ এশিয়ান স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. অরুন কুমার গোস্বামীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক অজয় দাশগুপ্ত, ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা, শান্তি ও সংঘর্ষ বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জ্যেষ্ঠ সাংবাদিক মহসীন হাবিব। 

অজয় দাশগুপ্ত বলেন, ‘ধর্মীয় বিভাজন সৃষ্টি করে একটি দেশও এগিয়ে যেতে পারে না। আপনারা মধ্যপ্রাচ্যের দেশগুলো দেখেন, ইউরোপ, ল্যাটিন আমেরিকার দেশ যারাই এই পথে চলেছে তারাই মারামারি হানাহানিতে লিপ্ত হচ্ছে। বাংলাদেশের সবচেয়ে অসাম্প্রদায়িকতার জায়গা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় জাতিকে অসাম্প্রদায়িকতার পথ দেখাবে বলে বিশ্বাস রাখি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত