কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ঢাকার কেরানীগঞ্জে পাশাপাশি দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির কাজে বাধা দেওয়ায় ডাকাতদের ছোড়া গুলিতে চারজনসহ ১০ জন আহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কোন্ডা ইউনিয়নের ঘোষকান্দা এলাকায় ইসলাম মিয়া ও তার পার্শ্ববর্তী চাচাতো ভাই সানাউল্লাহ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
এ সময় ডাকাতদল নগদ ৪ লাখ ২০ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালংকার ও তিনটি স্মার্টফোনসহ ঘরের মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
ভুক্তভোগী ইসলাম মিয়া জানান, ঘোষকান্দা এলাকায় আমার বাসায় সীমানা প্রাচীর টপকে ৮/৯ জনের একটি ডাকাতদল দোতলার বারান্দার গ্রিল কেটে ঘরে ঢোকে। এ সময় অস্ত্রের মুখে তাঁদের জিম্মি করে। সেখানে এক ঘণ্টা যাবৎ অবস্থান করে নগদ ৪ লাখ ২০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার লুট করে বেরিয়ে যাওয়ার সময় পার্শ্ববর্তী চাচাতো ভাই সানাউল্লার বাড়িতে প্রবেশ করে। এ সময় তাঁরা ডাকাতের উপস্থিতি টের পেয়ে চিৎকার শুরু করে। চিৎকার শুনে চাচা চানমিয়া ও আলিনুর বাইরে আসলে তাদেরকে রড দিয়ে মাথায় আঘাত করে। তাদের চিৎকার শুনে গ্রামবাসী ডাকাতদের ঘিরে ফেলতে চাইলে ডাকাতেরা গুলি ছুড়তে থাকে। ডাকাতের ছোড়া গুলিতে কাউসার, সুরত আলী, রিপন ও মিজান আহত হন। এ ছাড়াও ডাকাতের রডের আঘাতে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন রোকসানা, আলিনুর ও চান মিয়া।
সানাউল্লাহ নামের আরকে অপর ভুক্তভোগী জানান, ঘটনার পরে খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার জাজিরা পুলিশ ফাঁড়ির টহলরত একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। আজ সোমবার সকালে পুলিশ বাড়ির সিসি টিভি ফুটেজ জব্দ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার জাজিরা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জুলফিকার আলী বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থল থেকে কিছু সিসিটিভি ফুটেজ জব্দ করা হয়েছে, সেগুলো পর্যালোচনা করা হচ্ছে। এ বিষয়ে থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকার কেরানীগঞ্জে পাশাপাশি দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির কাজে বাধা দেওয়ায় ডাকাতদের ছোড়া গুলিতে চারজনসহ ১০ জন আহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কোন্ডা ইউনিয়নের ঘোষকান্দা এলাকায় ইসলাম মিয়া ও তার পার্শ্ববর্তী চাচাতো ভাই সানাউল্লাহ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
এ সময় ডাকাতদল নগদ ৪ লাখ ২০ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালংকার ও তিনটি স্মার্টফোনসহ ঘরের মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
ভুক্তভোগী ইসলাম মিয়া জানান, ঘোষকান্দা এলাকায় আমার বাসায় সীমানা প্রাচীর টপকে ৮/৯ জনের একটি ডাকাতদল দোতলার বারান্দার গ্রিল কেটে ঘরে ঢোকে। এ সময় অস্ত্রের মুখে তাঁদের জিম্মি করে। সেখানে এক ঘণ্টা যাবৎ অবস্থান করে নগদ ৪ লাখ ২০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার লুট করে বেরিয়ে যাওয়ার সময় পার্শ্ববর্তী চাচাতো ভাই সানাউল্লার বাড়িতে প্রবেশ করে। এ সময় তাঁরা ডাকাতের উপস্থিতি টের পেয়ে চিৎকার শুরু করে। চিৎকার শুনে চাচা চানমিয়া ও আলিনুর বাইরে আসলে তাদেরকে রড দিয়ে মাথায় আঘাত করে। তাদের চিৎকার শুনে গ্রামবাসী ডাকাতদের ঘিরে ফেলতে চাইলে ডাকাতেরা গুলি ছুড়তে থাকে। ডাকাতের ছোড়া গুলিতে কাউসার, সুরত আলী, রিপন ও মিজান আহত হন। এ ছাড়াও ডাকাতের রডের আঘাতে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন রোকসানা, আলিনুর ও চান মিয়া।
সানাউল্লাহ নামের আরকে অপর ভুক্তভোগী জানান, ঘটনার পরে খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার জাজিরা পুলিশ ফাঁড়ির টহলরত একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। আজ সোমবার সকালে পুলিশ বাড়ির সিসি টিভি ফুটেজ জব্দ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার জাজিরা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জুলফিকার আলী বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থল থেকে কিছু সিসিটিভি ফুটেজ জব্দ করা হয়েছে, সেগুলো পর্যালোচনা করা হচ্ছে। এ বিষয়ে থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনার পর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস। দুর্ঘটনার পর টানা কয়েক দিন বন্ধ ছিল এ ক্যাম্পাস। মাঝখানে কয়েক দিন ক্যাম্পাস খোলা থাকলেও হয়নি শ্রেণি কার্যক্রম।
১ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও হত্যাচেষ্টার দুই মামলায় রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর জামান বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১২টার দিকে নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়ার এক আত্মীয়ের বাসা থেকে তাঁকে কোতোয়ালি থানার পুলিশ আটক করে।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর বাউফলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মান্না হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে এক পুলিশ কর্মকর্তা ও গাড়িচালক আহত হয়েছেন বলে জানা গেছে।
১ ঘণ্টা আগেঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি, মগড়সরই, খোজাখালী, দরিরচর, তিমিরকাঠি, সিকদারপাড়া, কাঠিপাড়া, বহরমপুরসহ ১০ টিরও বেশি গ্রামে ভয়াবহভাবে ভাঙছে সুগন্ধা নদী। ভাঙনে হাজার হাজার মানুষ হারিয়েছে বসতভিটা, ফসলি জমি, পান বরজ ও কোটি কোটি টাকার সম্পদ।
১ ঘণ্টা আগে