Ajker Patrika

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলায় খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের এক শিশু মারা গেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়ির আঙিনার পুকুরের পানিতে ডুবে মারা যায় শিশুটি। সে গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের কাশিমা গ্রামের নাজির মোল্লার মেয়ে। মিতুকে বাঁচাতে চেষ্টা করেছিল খেলার সাথি প্রতিবেশী রতন চৌধুরীর মেয়ে নাদিবা। বর্তমানে সে অসুস্থ অবস্থায় আছে।

প্রতিবেশী ইমদাদুল হক পলাশ জানান, মিতুর বাবা পেশায় একজন গাড়ি চালক। তিনি ঢাকায় কাজ করেন। তার দুই মেয়ের মধ্যে মিতু ছোট। সন্ধ্যার আগ মুহূর্তে মিতু ও নাদিবা মিলে বাড়ির আঙিনায় বসে খেলা করছিল। খেলার একপর্যায়ে মিতু পানিতে ডুবে মারা যায়। খেলার সাথি নাদিবা তাকে উদ্ধার করতে গিয়ে সেও পানিতে পড়ে যায়। পরে নাদিবার চিৎকার শুনতে পেয়ে স্থানীয় এক নারীসহ লোকজন দ্রুত এগিয়ে তাদের উদ্ধার করে। নাদিবাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হলেও মিতুকে অনেকটা নিস্তেজ অবস্থায় উদ্ধার করা হয়। নাদিবাকে বাড়িতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। মিতুকে তাৎক্ষণিক গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশু মিতুকে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় নিজ বাড়িতে জানাজা শেষে চাকিরতালুক কবরস্থানে দাফন করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত