Ajker Patrika

শিবচরে কুয়াশার চাদর শীতের আগমনী বার্তা দিচ্ছে

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১২: ২৭
শিবচরে কুয়াশার চাদর শীতের আগমনী বার্তা দিচ্ছে

পদ্মা ও আড়িয়াল খাঁ বিধৌত মাদারীপুর জেলার শিবচরে গত দুই দিন ধরে সকাল আসছে হালকা কুয়াশার চাদরে ভর করে। ভোরের কুয়াশায় ভেসে আসছে শীতের আগমনী বার্তা! ভোর হওয়ার আগমুহূর্ত থেকেই ঘরের টিনের চালায় টপ টপ শব্দে পড়ছে শিশিরের ফোঁটা। মাঠের সবুজ ঘাস, ফসলের খেত ভিজে যাচ্ছে শিশিরে। সব মিলিয়ে ভোরের কুয়াশা জানান দিচ্ছে শীত এসে গেছে। 

বাংলা মাস কার্তিকের মাঝামাঝি সময়ে গত কয়েক দিন ধরেই দুপুরের পর কমতে শুরু করছে তাপমাত্রা। বিকেল থেকে হালকা শীতের আবহ নামে প্রকৃতিতে। গ্রামের মানুষকে এখন রাতে কাঁথা গায়ে দিয়ে ঘুমাতে হয়। সকালে মাঠঘাটে নামে কুয়াশার আস্তরণ। 

শিবচরের কাঁঠালবাড়ী এলাকার মো. তামিম বলেন, ‘গত কয়েক দিন ধরে ভোর থেকে কুয়াশা পড়ছে। চরাঞ্চলে কুয়াশার মাত্রা একটু বেশি।' 

ঢাকাগামী যাত্রী মো. রাতুল বলেন, ‘ভোরে পদ্মায় কুয়াশা দেখা যাচ্ছে। হালকা শীতও রয়েছে।’ 

স্পিডবোটচালকেরা বলেন, ‘দুই দিন ধরে ভোরে কুয়াশা পড়ে। মনে হয় শীত এসে গেছে। তবে বেলা বাড়লে আবার গরমও পড়ে। কুয়াশার কারণে খুব ভোরে বোট ছাড়া হয় না।’ 

শীতের আগমনী বার্তা প্রকৃতিতে এনে দেয় এক অন্যরকম অনুভূতি। ঘাসের ডগায় শিশিরের স্পর্শ। শিউলি ফুলের ঘ্রাণ আর ফোঁটা ফোঁটা কুয়াশা পূর্ণতা দেয় শীতের সৌন্দর্যের। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত