Ajker Patrika

কৃষক ও কৃষিবিদেরা প্রমাণ করেছে বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি নয়: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কৃষক ও কৃষিবিদেরা প্রমাণ করেছে বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি নয়: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘এক সময় সদ্য স্বাধীন বাংলাদেশে যখন সাড়ে সাত কোটি মানুষের জন্য খাদ্য সংস্থান করা যেত না, তখন বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলা হতো। এই নাম ঘুচেছে বাংলাদেশের কৃষক ও কৃষিবিদদের জন্য। কৃষক ও কৃষিবিদরাই প্রমাণ করেছে বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি নয়।’ 

আজ শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন সম্মেলন কক্ষে আয়োজিত সিনিয়র কৃষিবিদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

আইনমন্ত্রী বলেন, ১৯৯৬ সাল পর্যন্ত কৃষি খাতে গবেষণার জন্য সব ধরনের অর্থ সহায়তা বন্ধ ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর কৃষি গবেষণায় অর্থ বরাদ্দ করেছেন। তার সুফল আমরা পাচ্ছি। কৃষক ও কৃষিবিদরা তাঁদের মেধা কাজে লাগিয়ে তলাবিহীন ঝুড়ির বাংলাদেশকে উদ্বৃত্ত খাদ্যের দেশে পরিণত করেছে। 

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কৃষিবিদ আ. ফ. ম বাহাউদ্দিন নাসিম, কৃষিবিদ অধ্যাপক আব্দুর রশিদ ভূঁইয়া, কৃষক লীগের সভাপতি সমীর চন্দসহ আরও অনেক জ্যৈষ্ঠ কৃষিবিদ উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত