Ajker Patrika

ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী তানভীর আহমদ সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী তানভীর আহমদ সাময়িক বরখাস্ত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১ এর নির্বাহী প্রকৌশলী (পুর) তানভীর আহমদকে চাকরি হতে সময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়াও তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক দপ্তর আদেশে নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

গতকাল বুধবার রাতে স্বাক্ষরিত এই দপ্তর আদেশ 'ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের 'নাসিরাবাদ, দক্ষিণগাঁও, ডেমরা ও মান্ডা এলাকার সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প' এর আওতায় ৭৫ নং ওয়ার্ডে লায়নহাটি সড়কে আবেদ মাস্টারের বাড়ি সংলগ্ন দেব দোলাইখালের ওপর সেতু নির্মাণকাজ সমাপ্ত হওয়ার আগেই ঠিকাদারকে সব বিল পরিশোধ করা হয়েছে মর্মে' প্রকাশিত সংবাদে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

এই প্রেক্ষাপটে প্রকল্পের পরিচালক এবং প্রকৌশল বিভাগ অঞ্চল-১ এর নির্বাহী প্রকৌশলী (পুর) তানভীর আহমদকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯ এর বিধি ৪ (ক), (খ), (ঘ) ও (ঙ) মতে দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ, অদক্ষতা ও দুর্নীতির অভিযোগে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা ও চাকরি হতে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয় এবং চাকরি বিধিমালার বিধি ৫৫ (১) মতে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে দপ্তর আদেশে উল্লেখ করা হয়।

'সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধিমোতাবেক খোরাকী ভাতা প্রাপ্য হবেন' এবং 'যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো' বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত