নিজস্ব প্রতিবেদক, ঢাকা
খেজুরের কাঁচা রসে নিপাহ ভাইরাসের অস্তিত্ব থাকায় এই রস এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। বছরের প্রথম ১০ দিনে দেশে নিপাহ ভাইরাসে একজনের মৃত্যুর পর এমন সতর্ক থাকার পরামর্শ দিল প্রতিষ্ঠানটি।
আজ বুধবার আইইডিসিআরে ‘শীতের সংক্রামক রোগ এবং নিপাহ ভাইরাস সংক্রমণ’ শীর্ষক সম্মেলনে এই আহ্বান জানানো হয়।
আইইডিসিআর জানায়, গত বছরের শেষ দিকে দেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত হওয়ার তিনটি রিপোর্ট করা হয়েছিল। এর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। যাদের একজন নওগাঁ অন্যজন ফরিদপুরের বাসিন্দা। আর নতুন বছরের প্রথম দশ দিনে এ ভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি রাজশাহীর বাসিন্দা। মৃত ওই নারীর কাঁচা খেজুরের রস খাওয়ার ইতিহাস ছিল।
নিপাহ ভাইরাসে মৃতের হার ৭১ শতাংশ উল্লেখ করে এ সময় আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন বলেন, ‘বাদুড়ের লালা বা প্রস্রাবের মাধ্যমে নিপাহ ভাইরাস ছড়ায়। বাদুড় যখন খেজুরের রস খায়, তখন তার মাধ্যমে সেটি ইনফেকটেড হয়ে যায়। মানুষ সেই রস খেলে তাতে আক্রান্ত হয়। সেই ব্যক্তির মাধ্যমে পরিবারের বাকি সদস্য ও পরিচিতরা সংক্রমিত হোন।’
এ জন্য কাঁচা খেজুরের রস এবং বাদুড়ের আধা খাওয়া ফল খাওয়া থেকে বিরত থাকা উচিত বলেও জানান তিনি।
আইইডিসিআর-এর গবেষকদের মতে, নিপাহ ভাইরাস সংক্রমণের লক্ষণ দেখাতে রস খেলে আট থেকে নয় দিন সময় লাগে। মানুষ থেকে মানুষে সংক্রমণের ক্ষেত্রে, লক্ষণগুলো ৬-১১ দিন পরে প্রদর্শিত হয়। তাই খেজুরের রস গরম করার পর খাওয়া নিরাপদ এবং গুড়ও নিরাপদ।
এ সময় রস সংগ্রহকারীদের রস সংগ্রহের পর সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শও দেন বক্তারা।
খেজুরের কাঁচা রসে নিপাহ ভাইরাসের অস্তিত্ব থাকায় এই রস এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। বছরের প্রথম ১০ দিনে দেশে নিপাহ ভাইরাসে একজনের মৃত্যুর পর এমন সতর্ক থাকার পরামর্শ দিল প্রতিষ্ঠানটি।
আজ বুধবার আইইডিসিআরে ‘শীতের সংক্রামক রোগ এবং নিপাহ ভাইরাস সংক্রমণ’ শীর্ষক সম্মেলনে এই আহ্বান জানানো হয়।
আইইডিসিআর জানায়, গত বছরের শেষ দিকে দেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত হওয়ার তিনটি রিপোর্ট করা হয়েছিল। এর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। যাদের একজন নওগাঁ অন্যজন ফরিদপুরের বাসিন্দা। আর নতুন বছরের প্রথম দশ দিনে এ ভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি রাজশাহীর বাসিন্দা। মৃত ওই নারীর কাঁচা খেজুরের রস খাওয়ার ইতিহাস ছিল।
নিপাহ ভাইরাসে মৃতের হার ৭১ শতাংশ উল্লেখ করে এ সময় আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন বলেন, ‘বাদুড়ের লালা বা প্রস্রাবের মাধ্যমে নিপাহ ভাইরাস ছড়ায়। বাদুড় যখন খেজুরের রস খায়, তখন তার মাধ্যমে সেটি ইনফেকটেড হয়ে যায়। মানুষ সেই রস খেলে তাতে আক্রান্ত হয়। সেই ব্যক্তির মাধ্যমে পরিবারের বাকি সদস্য ও পরিচিতরা সংক্রমিত হোন।’
এ জন্য কাঁচা খেজুরের রস এবং বাদুড়ের আধা খাওয়া ফল খাওয়া থেকে বিরত থাকা উচিত বলেও জানান তিনি।
আইইডিসিআর-এর গবেষকদের মতে, নিপাহ ভাইরাস সংক্রমণের লক্ষণ দেখাতে রস খেলে আট থেকে নয় দিন সময় লাগে। মানুষ থেকে মানুষে সংক্রমণের ক্ষেত্রে, লক্ষণগুলো ৬-১১ দিন পরে প্রদর্শিত হয়। তাই খেজুরের রস গরম করার পর খাওয়া নিরাপদ এবং গুড়ও নিরাপদ।
এ সময় রস সংগ্রহকারীদের রস সংগ্রহের পর সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শও দেন বক্তারা।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁর বিরুদ্ধে ৯০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং পাঁচটি ব্যাংক হিসাবে ৬ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আনা হয়েছে।
৩ মিনিট আগেচকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. ইউসুফ আলী পাটোয়ারীকে (৬৫) গ্রেপ্তার করেছে কদমতলী থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে সবুজবাগের বাসাবো এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড
৯ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়িতে হামলা করে এক এসএসসি পরীক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের ব্যাপারিপাড়ায় এ ঘটনা ঘটে। তবে অপহৃত ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সঞ্চয় নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
১১ মিনিট আগেরাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুরের পানিতে ডুবে নিরব (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা ১টার দিকে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুরে ডুবে যায় নিরব। পরে তার বন্ধুরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বেলা সাড়ে ৩টার দিকে চিকিৎসক
১২ মিনিট আগে