রাজবাড়ী প্রতিনিধি
ঈদ উপলক্ষে স্বাভাবিক সময়ের তুলনায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানবাহন ও যাত্রীর সংখ্যা দ্বিগুণের বেশি বেড়েছে। শনিবার সকাল থেকেই প্রচুর যাত্রী ও যানবাহন চোখে পড়ে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে। তবে নেই কোনো প্রকার ভোগান্তি। স্বস্তিতে বাড়ি ফিরতে পেরে খুশি দক্ষিণাঞ্চলের মানুষ।
আজ শনিবার সকাল থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট থেকে যতগুলো ফেরি দৌলতদিয়ায় ছেড়ে এসেছে প্রতিটাতে প্রচুর যাত্রী ছিল। পথে কোনো ভোগান্তি না থাকায় স্বস্তির কথা জানিয়েছে যাত্রীরা। এদিকে ঘাটে যানজট না থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা যানবাহনগুলো সরাসরি ফেরিতে ঢাকায় চলে যাচ্ছে।
ঢাকা থেকে আসা সুমাইয়া আক্তারের সঙ্গে কথা হয় দৌলতদিয়া ফেরিঘাটে। এ সময় তিনি বলেন, গত কয়েকটি ঈদের মতো এবারও কোনো প্রকার ভোগান্তি ছাড়াই বাড়িতে ফিরছি। পথে যানজট নেই, এমনকি ফেরিঘাটেও ভোগান্তি নেই।
রাবেয়া পরিবহনের যাত্রী মোসলেম উদ্দিন বলেন, পদ্মা সেতু চালুর আগে তো ভোগান্তির শেষ ছিল না ফেরিঘাটে। এখন সেই ভোগান্তি নেই। সেতু চালুর পর থেকে সব কয়েকটি ঈদে স্বস্তিতে ফিরেছি। এবারও একই পরিস্থিতি।
প্রাইভেট কারের চালক তোফাজ্জেল হোসেন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া দুই পাড়ের এক পাড়েও ভোগান্তি নেই। ঘাটে আসামাত্রই ফেরিতে উঠে চলে আসছি। অথচ একসময় দুই ঘাটে কত ভোগান্তি ছিল। আল্লাহ বাঁচাইছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক সালাহউদ্দিন বলেন, এই নৌরুটে ১৮টি ফেরি চলাচল করছে। যে কারণে কোনো ভোগান্তি ছাড়াই ফেরিতে উঠে যানবাহন গন্তব্যে চলে যাচ্ছে। আশা করছি ভোগান্তি ছাড়াই যাত্রীরা বাড়ি ফিরবে এবং ঈদ শেষে কর্মস্থলে ফিরবে।
ঈদ উপলক্ষে স্বাভাবিক সময়ের তুলনায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানবাহন ও যাত্রীর সংখ্যা দ্বিগুণের বেশি বেড়েছে। শনিবার সকাল থেকেই প্রচুর যাত্রী ও যানবাহন চোখে পড়ে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে। তবে নেই কোনো প্রকার ভোগান্তি। স্বস্তিতে বাড়ি ফিরতে পেরে খুশি দক্ষিণাঞ্চলের মানুষ।
আজ শনিবার সকাল থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট থেকে যতগুলো ফেরি দৌলতদিয়ায় ছেড়ে এসেছে প্রতিটাতে প্রচুর যাত্রী ছিল। পথে কোনো ভোগান্তি না থাকায় স্বস্তির কথা জানিয়েছে যাত্রীরা। এদিকে ঘাটে যানজট না থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা যানবাহনগুলো সরাসরি ফেরিতে ঢাকায় চলে যাচ্ছে।
ঢাকা থেকে আসা সুমাইয়া আক্তারের সঙ্গে কথা হয় দৌলতদিয়া ফেরিঘাটে। এ সময় তিনি বলেন, গত কয়েকটি ঈদের মতো এবারও কোনো প্রকার ভোগান্তি ছাড়াই বাড়িতে ফিরছি। পথে যানজট নেই, এমনকি ফেরিঘাটেও ভোগান্তি নেই।
রাবেয়া পরিবহনের যাত্রী মোসলেম উদ্দিন বলেন, পদ্মা সেতু চালুর আগে তো ভোগান্তির শেষ ছিল না ফেরিঘাটে। এখন সেই ভোগান্তি নেই। সেতু চালুর পর থেকে সব কয়েকটি ঈদে স্বস্তিতে ফিরেছি। এবারও একই পরিস্থিতি।
প্রাইভেট কারের চালক তোফাজ্জেল হোসেন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া দুই পাড়ের এক পাড়েও ভোগান্তি নেই। ঘাটে আসামাত্রই ফেরিতে উঠে চলে আসছি। অথচ একসময় দুই ঘাটে কত ভোগান্তি ছিল। আল্লাহ বাঁচাইছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক সালাহউদ্দিন বলেন, এই নৌরুটে ১৮টি ফেরি চলাচল করছে। যে কারণে কোনো ভোগান্তি ছাড়াই ফেরিতে উঠে যানবাহন গন্তব্যে চলে যাচ্ছে। আশা করছি ভোগান্তি ছাড়াই যাত্রীরা বাড়ি ফিরবে এবং ঈদ শেষে কর্মস্থলে ফিরবে।
গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ করছেন। আজ বুধবার সকাল ১০টা থেকে টঙ্গীর খাঁ-পাড়া এলাকার সিজন্স ড্রেসেস লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন।
৯ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে টর্নেডো সৃষ্টি হয়ে পানি আকাশে উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে এ দৃশ্যের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া...
১ ঘণ্টা আগে২০০৭ সালে আমান দম্পতির বিরুদ্ধে মামলা করে দুদক। ওই বছরের ২১ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে আমানকে ১৩ বছরের ও তাঁর স্ত্রীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে রায়ের বিরুদ্ধে তাঁরা হাইকোর্টে আপিল করেন। ২০১০ সালে হাইকোর্ট তাঁদের খালাস দেন। পরবর্তীতে দুদক আপিল করলে ২০১৪ সালে হাইকোর্টের দেওয়া রায় বাতিল কর
১ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর পূবাইলে ধর্ষণের অভিযোগে মসজিদের এক ইমামকে গত ২০ এপ্রিল সকালে গণপিটুনি দেন স্থানীয়রা। পরে পুলিশ ইমামকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধর্ষণের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হলে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। কারাগারে অসুস্থ হয়ে ওই ইমামের মৃত্যু হয়। ইমামের এই মৃত্যুকে পরিকল্পিত...
১ ঘণ্টা আগে