Ajker Patrika

শিবচরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস–ট্রাকের সংঘর্ষ, নিহত ৩ 

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০: ১৫
শিবচরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস–ট্রাকের সংঘর্ষ, নিহত ৩ 

মাদারীপুরের শিবচরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের সূর্যনগর এলাকায় ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট আশিক। 

পুলিশ ও স্থানীয়রা বলেন, মাদারীপুরের শিবচর উপজেলার সূর্যনগর নামক স্থানে ঢাকা থেকে বরিশালগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে যাওয়ার পথে একজন নিহত হন। এ দুর্ঘটনায় অনেকেই আহত হয়েছেন। 

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল বলেন, ‘ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় পাওয়া গেছে। তাঁদের স্বজনেরা এসেছেন। আইনগত প্রক্রিয়া চলছে। হাসপাতালে যে শিশুটির মৃত্যুর খবর প্রথমে শোনা গিয়েছিল ওই শিশুটি সুস্থ রয়েছে বলে আমরা জানতে পেরেছি।’ 

নিহতরা হলেন—বরিশালের উজিরপুর উপজেলার নারিকেলী এলাকার নিরঞ্জন বাড়ৈর ছেলে স্বপন বাড়ৈ (৪৪), সিরাজগঞ্জ সদরের আতাউর রহমানের ছেলে মাহাবুবুর রহমান (২৮) এবং পটুয়াখালী জেলার বাউফল উপজেলার পাতিলাপাড়া এলাকার জাকির হোসেন তালুকদারের মেয়ে নুসরাত জাহান শান্তা (২৬)। 

শিবচর হাইওয়ে থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হানিফ পরিবহনের বরিশালগামী বাসটি দ্রুতগতিতে অপর একটি বাসকে অতিক্রম করতে গেলে সামনে থাকা ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মালবাহী ট্রাকটি উল্টে পাশের সার্ভিস সড়কে পড়ে যায় এবং মহাসড়কের ওপর দুমড়ে-মুচড়ে পড়ে বাসটি। 

স্থানীয়রা বলেন, বিকট শব্দ শুনে রাস্তায় এসে দেখেন একটি মালবাহী ট্রাক উল্টে পাশের সার্ভিস লেনে পড়ে আছে এবং ভাঙ্গাগামী লেনে হানিফ পরিবহনের একটি বাস দুমড়ে-মুচড়ে আছে। আহত যাত্রীরা যন্ত্রণায় কাতরাচ্ছেন। ঘটনাস্থলেই দুজনের মরদেহ পড়ে আছে। অন্যান্য যাত্রীরা আহত অবস্থায় পড়ে আছেন। দুর্ঘটনার কারণে ভাঙ্গাগামী লেনে বন্ধ হয়ে যায় যান চলাচল। দীর্ঘ যানজট সৃষ্টি হয় মহাসড়কে। 

মো. হাবিব নামের এক মোটরসাইকেল আরোহী বলেন, ‘আমি বাসটির পেছন পেছনই আসছিলাম। বাসটি বেশ দ্রুত গতিতে চলছিল। আমি দূর থেকে দেখলাম হঠাৎ করেই একটি ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা দিয়ে ছিটকে গেল বাসটি। ঘটনাটি চোখের পলকে ঘটে গেছে। বাসটির সামনের দিকে অংশ দুমড়ে-মুচড়ে গেছে। ঘটনাস্থলে তিনজন মারা গেলেও হতাহতের সংখ্যা আরও বেশি। সামনের দিকের বেশির ভাগ যাত্রীই মারাত্মকভাবে আহত বলে দেখা গেছে।’ 

দুর্ঘটনাকবলিত বাস।

আজিজুল হক নামের অপর পরিবহনের এক যাত্রী বলেন, ‘দুর্ঘটনার পরই রাস্তা আটকে গেলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কে আটকে পড়ে দক্ষিণাঞ্চলগামী অসংখ্য যানবাহন। এক ঘণ্টা বাসে বসে থাকার পর নেমে হাটতে শুরু করি। প্রায় দুই ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।’ 

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘হানিফ পরিবহনের একটি বাস ওভার স্পিডের কারণে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত