Ajker Patrika

অল সোলস ডে

নিঝুম রিফা
অল সোলস ডে

প্রতিবছরের ২ নভেম্বর অল সোলস ডে পালন করেন খ্রিষ্টধর্মাবলম্বীরা। প্রিয়জনের কবরে মোমবাতি প্রজ্বলন, ফুলের পাপড়ি, পবিত্র জল ছিটিয়ে অল সোলস ডে পালন করেন তাঁরা। প্রতিবছরের মতো এবারও দিনটি পালন করেছেন শত শত মানুষ। সন্ধ্যার পর পর ঢাকা ক্রিশ্চিয়ান সিমেট্রিতে বেড়ে যায় মানুষের আনাগোনা। বয়সভেদে সকলের হাতেই মোমবাতি। অনেকের হাতে ফুল। কারও কারও হাতে ধূপকাঠি। সকলেই এসেছেন পরলোকগত স্বজনের সমাধিতে আলো জ্বালাতে। 

সারা দিন নানা আচার-অনুষ্ঠান থাকলেও, শেষ বিকেলে বা সন্ধ্যার পর শুরু হয় মূল প্রার্থনা। পরলোকগত প্রিয়জনের কবরের পাশে স্থান পায় ফুল, মোমবাতি কিংবা ধূপকাঠি। মৃত আত্মাদের স্মরণ করে অশ্রুসিক্ত নয়নে চলে প্রার্থনা। ফুল, মোমবাতি আর ভালোবাসায় আলোকিত হয়ে ওঠে সমাধিস্থল। প্রার্থনা শেষে, প্রিয়জনের সমাধি আলো রেখেই বিদায় নেন সকলে। 

ক্যাথলিক গোষ্ঠীর এক বিশেষ দিন ‘অল সোলস ডে’ বা ‘সব আত্মাদের দিন’।

স্বজনের সমাধিতে আলো জ্বালাতে এসেছে শিশুরাও। ঢাকা ক্রিশ্চিয়ান সিমেট্রি, ওয়ারি

আলো জ্বেলে করা হয় প্রার্থনাও। ঢাকা ক্রিশ্চিয়ান সিমেট্রি, ওয়ারি

স্বজনদের স্মরণে মোমবাতি জ্বালাচ্ছে এক শিশু। ঢাকা ক্রিশ্চিয়ান সিমেট্রি, ওয়ারি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত