Ajker Patrika

৪৯ লাশ আনা হলো ঢামেকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৪৯ লাশ আনা হলো ঢামেকে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে খাদ্যদ্রব্যের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার হওয়া ৪৯টি লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে আনা হয়েছে। আজ শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে লাশগুলো আনা হয়।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, মোট ৫ গাড়িতে ৪৮টি ব্যাগে ৪৯টি লাশ বহন করে আনেন তাঁরা। ঢামেকের মর্গে ডিএনএ টেস্ট শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছে ঢামেকের একটি সূত্র।
 
এর আগে দুপুর ১২টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদর দপ্তর। এ সময় ঘটনস্থলে সংস্থাটির উপ–পরিচালক দেবাশীষ বর্ধন জানান, আগুনের ঘটনায় ৪৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল থেকে এ উদ্ধার কার্যক্রম চলে। এর আগে কারখানার ভবনের ছাদ থেকে আরও তিনজনের প্রাণহানি ঘটে। 
গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে রূপগঞ্জের সেজান জুসের কারখানায় আগুনের ঘটনা ঘটে। বিকাল থেকেই ফায়ার সার্ভিসের কর্মীরা নিয়ন্ত্রণে কাজ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত