Ajker Patrika

জাহাঙ্গীরনগরে অর্ধেকে নেমেছে প্রজাপতির প্রজাতি

জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগরে অর্ধেকে নেমেছে প্রজাপতির প্রজাতি

‘গত দুই দশকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রজাপতির প্রজাতি ১১০ থেকে ৫২-তে নেমেছে। প্রজাতির সংখ্যা কমে যাওয়ার মূল কারণ বিগত ২০ বছরের অপরিকল্পিত অবকাঠামো উন্নয়ন।’ আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রজাপতি মেলার আহ্বায়ক প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন।

প্রজাপতি বিশেষজ্ঞ অধ্যাপক মনোয়ার আরও বলেন, ‘প্রজাপতি হচ্ছে প্রকৃতির অনুষঙ্গ। নির্বিচারে প্রাকৃতিক পরিবেশ ধ্বংসের ফলে প্রজাপতির আবাসস্থল ঝুঁকির মুখে। এর কারণে বাংলাদেশের অনেক প্রজাতি বিপদাপন্ন। এখনই সময় সচেতন হওয়ার।’ 

সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, ‘প্রজাপতি সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শুক্রবার ১২ তম প্রজাপতি মেলা অনুষ্ঠিত হবে। মেলায় প্রকৃতি সংরক্ষণে সার্বিক অবদানের জন্য ‘তরুপল্লব’ সংগঠনকে বাটারফ্লাই অ্যাওয়ার্ড-২০২২ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী দীপ্ত বিশ্বাসকে বাটারফ্লাই ইয়াং ইনথুসিয়াস্ট-২০২২ অ্যাওয়ার্ড দেওয়া হবে।’

‘উড়লে আকাশে প্রজাপ্রতি, প্রকৃতি পায় নতুন গতি’ স্লোগানে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার আয়োজনে দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে। প্রতি বছরের মতো এবারের মেলায়ও থাকছে শিশু-কিশোরদের জন্য প্রজাপতি বিষয়ক ছবি আঁকা ও কুইজ প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী, জীবন্ত প্রজাপতি প্রদর্শন, প্রজাপতির আদলে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা, বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতাসহ প্রজাপতি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

জোর করে বৃদ্ধের চুল কেটে দেওয়া বেআইনি ও সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন— ভাইরাল ভিডিও নিয়ে আসক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত