Ajker Patrika

রাজবাড়ীতে বিএনপির ১২০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ২১ মে ২০২৩, ১৬: ৪৫
রাজবাড়ীতে বিএনপির ১২০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা ও নাশকতার অভিযোগে বিএনপির ৪১ নেতা-কর্মীর নামসহ অজ্ঞাত ১২০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গতকাল শনিবার রাতে মামলা দায়ের করেন রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুব আলম। 

জানা যায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম সজ্জনকান্দা এলাকার বাসভবন থেকে একটি শোভাযাত্রা বের করেন। এ সময় শোভাযাত্রাটি রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের সামনে বকুলতলায় এলে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা তাদের বাধা দিলে পাল্টাপাল্টি ধাওয়া হয়। 

এদিকে ঘটনাস্থলে পুলিশ এলে বিএনপি নেতা-কর্মীরা তাদের ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে।  

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদত হোসেন বলেন, পুলিশের ওপর হামলা ও নাশকতার অভিযোগে গতকাল রাতে মামলা করা হয়েছে। এ ঘটনায় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্যকলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত