Ajker Patrika

রাজধানীতে বিআরটিসি বাসের ধাক্কায় নারীর মৃত্যু

ঢামেক প্রতিনিধি
আপডেট : ০২ অক্টোবর ২০২২, ১৭: ২৯
রাজধানীতে বিআরটিসি বাসের ধাক্কায় নারীর মৃত্যু

রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাসের ধাক্কায় হাছিনা বেগম (৫০) নামে এক নারী মারা গেছেন। 

আজ রোববার দুপুর ১২টার দিকে গুলিস্তান সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে পল্টন থানা পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১টার দিকে মৃত ঘোষণা করেন। 

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. আলআমিন জানান, একটি বিআরটিসি দ্বিতল বাসের ধাক্কায় ওই নারী মারা গেছেন। ঘটনার পরপরই বিআরটিসি বাস জব্দ ও চালককে আটক করা হয়েছে। 

এসআই আরও জানান, ধারণা করা হচ্ছে, ওই নারী ভবঘুরে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে আসেন ওই নারীর খালাতো ভাই শহিদুল্লাহ। তিনি জানান, ওই নারীর নাম হাছিনা বেগম। গ্রামের বাড়ি পিরোজপুর জেলায়। বাবার নাম বাবুল মিয়া। তিনি মাজারভক্ত ছিলেন। দীর্ঘদিন ধরে গেন্ডারিয়া ফরিদাবাদ এলাকাসহ বিভিন্ন মাজারে থাকতেন। কোনো স্বজনের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল না। আজ কুষ্টিয়ার লালন শাহের মাজারে যাওয়ার উদ্দেশে গুলিস্তানে আসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত