গাজীপুরের শ্রীপুরে গৃহবধূ মিম আক্তারকে শ্বাসরোধে হত্যা মামলায় স্বামী আল আমিনকে গ্রেপ্তার করেছে র্যাব। পারিবারিক কলহের কারণে এক মাস আগেই স্ত্রীকে হত্যার পরিকল্পনা করে তিনি। পরিকল্পনা অনুযায়ী এক সপ্তাহ আগেই রশি কেনেন। আল আমিনের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে র্যাব।
আজ বৃহস্পতিবার দুপুরে র্যাব-১ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল বুধবার দিবাগত রাতে জামালপুর জেলার সদর উপজেলার ফৌজদারীমোড় এলাকায় র্যাব-১ ও র্যাব-১৪ যৌথ অভিযান পরিচালনা তাঁকে গ্রেপ্তার করে। হত্যার ঘটনায় গৃহবধূ মিম আক্তারের বাবা ইউসুফ খান বাদী হয়ে গতকাল রাতেই হত্যা মামলা করেছেন।
গ্রেপ্তার আল আমিন (২৫) টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার কালাই গ্রামের ইউসুফ আলীর ছেলে। তিনি মাওনা ইউনিয়নের জনৈক আব্দুস সামাদের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় সাদ গ্রুপের একটি প্রতিষ্ঠানে চাকরি করেন।
ভুক্তভোগী গৃহবধূ মিম আক্তার (১৮) সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ছোট বেড়াখাড়ুয়া গ্রামের ইউসুফ খানের মেয়ে। তিনি স্বামীর সঙ্গে শ্রীপুর উপজেলা মাওনা গ্রামের জনৈক আব্দুস সামাদের বহুতল ভবনের তিনতলায় থাকতেন।
র্যাব-১ স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার জুন্নুরাইন বিন আলমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাত মাস আগে পারিবারিকভাবে বিয়ে হয় মিম ও আল আমিনের। বিয়ের পর থেকে তাদের মধ্যে দাম্পত্য ও পারিবারিক কলহের সৃষ্টি হয়। পারিবারিক কলহের জেরে এক মাস আগে স্ত্রীকে হত্যার বিভিন্ন পরিকল্পনা করে স্বামী আল আমিন। পরিকল্পনা অনুযায়ী এক সপ্তাহে আগে বাজার থেকে কিনে আনেন রশি। গত ২৫ জুন (মঙ্গলবার) হত্যার পরিকল্পনা করে স্ত্রীর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন স্বামী।
একপর্যায়ে স্ত্রীর চুলের মুঠো ধরে একাধিক আঘাত করেন। এরপর ঘরে রাখা রশি দিয়ে গলায় বেঁধে শ্বাসরোধে হত্যা করেন। মৃত্যু নিশ্চিত করে ঘর তালা দিয়ে তিনি পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার আগে পাঁচ পৃষ্ঠার চিরকুট লিখে রেখে যায়। পরদিন গতকাল বুধবার তিনি জামালপুর গিয়ে তাঁর সহকর্মী বন্ধু আরিফকে ফোন করে হত্যার বিষয়টি জানান।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামী আল আমিন স্ত্রী মিম আক্তারকে খুন করার পরিকল্পনা এবং হত্যা করার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃত আসামিকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, হত্যার ঘটনায় গৃহবধূর বাবা বাদী হয়ে গতকাল হত্যা মামলা করেছেন। মামলায় স্বামীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৫ জুন বুধবার বিকেলে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা গ্রামের জনৈক আব্দুস সামাদের বহুতল ভবন থেকে মিম আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা-পুলিশ।
গাজীপুরের শ্রীপুরে গৃহবধূ মিম আক্তারকে শ্বাসরোধে হত্যা মামলায় স্বামী আল আমিনকে গ্রেপ্তার করেছে র্যাব। পারিবারিক কলহের কারণে এক মাস আগেই স্ত্রীকে হত্যার পরিকল্পনা করে তিনি। পরিকল্পনা অনুযায়ী এক সপ্তাহ আগেই রশি কেনেন। আল আমিনের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে র্যাব।
আজ বৃহস্পতিবার দুপুরে র্যাব-১ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল বুধবার দিবাগত রাতে জামালপুর জেলার সদর উপজেলার ফৌজদারীমোড় এলাকায় র্যাব-১ ও র্যাব-১৪ যৌথ অভিযান পরিচালনা তাঁকে গ্রেপ্তার করে। হত্যার ঘটনায় গৃহবধূ মিম আক্তারের বাবা ইউসুফ খান বাদী হয়ে গতকাল রাতেই হত্যা মামলা করেছেন।
গ্রেপ্তার আল আমিন (২৫) টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার কালাই গ্রামের ইউসুফ আলীর ছেলে। তিনি মাওনা ইউনিয়নের জনৈক আব্দুস সামাদের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় সাদ গ্রুপের একটি প্রতিষ্ঠানে চাকরি করেন।
ভুক্তভোগী গৃহবধূ মিম আক্তার (১৮) সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ছোট বেড়াখাড়ুয়া গ্রামের ইউসুফ খানের মেয়ে। তিনি স্বামীর সঙ্গে শ্রীপুর উপজেলা মাওনা গ্রামের জনৈক আব্দুস সামাদের বহুতল ভবনের তিনতলায় থাকতেন।
র্যাব-১ স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার জুন্নুরাইন বিন আলমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাত মাস আগে পারিবারিকভাবে বিয়ে হয় মিম ও আল আমিনের। বিয়ের পর থেকে তাদের মধ্যে দাম্পত্য ও পারিবারিক কলহের সৃষ্টি হয়। পারিবারিক কলহের জেরে এক মাস আগে স্ত্রীকে হত্যার বিভিন্ন পরিকল্পনা করে স্বামী আল আমিন। পরিকল্পনা অনুযায়ী এক সপ্তাহে আগে বাজার থেকে কিনে আনেন রশি। গত ২৫ জুন (মঙ্গলবার) হত্যার পরিকল্পনা করে স্ত্রীর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন স্বামী।
একপর্যায়ে স্ত্রীর চুলের মুঠো ধরে একাধিক আঘাত করেন। এরপর ঘরে রাখা রশি দিয়ে গলায় বেঁধে শ্বাসরোধে হত্যা করেন। মৃত্যু নিশ্চিত করে ঘর তালা দিয়ে তিনি পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার আগে পাঁচ পৃষ্ঠার চিরকুট লিখে রেখে যায়। পরদিন গতকাল বুধবার তিনি জামালপুর গিয়ে তাঁর সহকর্মী বন্ধু আরিফকে ফোন করে হত্যার বিষয়টি জানান।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামী আল আমিন স্ত্রী মিম আক্তারকে খুন করার পরিকল্পনা এবং হত্যা করার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃত আসামিকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, হত্যার ঘটনায় গৃহবধূর বাবা বাদী হয়ে গতকাল হত্যা মামলা করেছেন। মামলায় স্বামীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৫ জুন বুধবার বিকেলে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা গ্রামের জনৈক আব্দুস সামাদের বহুতল ভবন থেকে মিম আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা-পুলিশ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে সম্প্রতি ২৫৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছিল প্রশাসন। সেই তালিকায় মারধরে নিহত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লার নামও রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
১২ মিনিট আগেঅধ্যক্ষকে পদত্যাগে ‘বাধ্য করানোর চেষ্টা’ ও ‘হেনস্তা’ করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত এই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ছাড়া অন্য সব চিকিৎসাসেবা বন্ধ রয়ে
১৩ মিনিট আগেখুলনায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আজ বুধবার সন্ধ্যায় নগরীর বয়রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগেমুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রামে উদ্ধার মর্টার শেল বিস্ফোরণে গ্রামের তিনটি গরু মারা গেছে এবং অর্ধশতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। এ জন্য তাঁরা ক্ষতিপূরণ দাবি করেছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
২৭ মিনিট আগে