Ajker Patrika

তিন দফা দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ, অবস্থান

অনলাইন ডেস্ক
আওয়ামী লীগের নিবন্ধন বাতিলসহ তিন দফা দাবিতে গতকাল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যেতে চেয়েছিলেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। কিন্তু পুলিশি বাধার মুখে কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের সামনে শুয়ে পড়েন তাঁরা। ছবি: আজকের পত্রিকা
আওয়ামী লীগের নিবন্ধন বাতিলসহ তিন দফা দাবিতে গতকাল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যেতে চেয়েছিলেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। কিন্তু পুলিশি বাধার মুখে কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের সামনে শুয়ে পড়েন তাঁরা। ছবি: আজকের পত্রিকা

আওয়ামী লীগের নিবন্ধন বাতিলসহ তিন দফা দাবি আদায়ে এবার রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে অবরোধ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। এর আগে প্ল্যাটফর্মটি মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে পড়ে। এতে প্ল্যাটফর্মটির নেতা-কর্মীরা কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নিয়ে একপর্যায়ে সেখানে রাস্তায় শুয়ে পড়েন। গতকাল রোববার বিকেল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে।

এদিকে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা কাকরাইল মসজিদ মোড়ের মাঝখানে শুয়ে রাস্তা অবরোধ করেন। এতে যানবাহনের স্বাভাবিক চলাচল বন্ধ হয়ে যায়। তবে অবরোধকারীরা সংখ্যায় কম হওয়ায় পাশের রাস্তাগুলো দিয়ে যান চলাচল করতে থাকে। এর আগে দুপুর সাড়ে ১২টায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে তাঁরা মিছিল নিয়ে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন। মিছিলটি মৎস্যভবন হয়ে কাকরাইল মসজিদ মোড়ে এলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে পড়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত