Ajker Patrika

টঙ্গীতে নারী পোশাক শ্রমিকের লাশ উদ্ধার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
টঙ্গীতে নারী পোশাক শ্রমিকের লাশ উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে জুই আক্তার (১৯) নামের এক তরুণীর পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে গাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ওই তরুণী নেত্রকোনা জেলার আটপাড়া থানার বাহাদুরপুড় গ্রামের আবুল মিয়ার মেয়ে। তিনি গাজীপুর সুমন মার্কেট এলাকার এক ভাড়া বাড়িতে স্বামী শামিম হোসেনের সঙ্গে থাকতেন। তিনি ওই এলাকার বানহাজ লিমিটেড নামক গার্মেন্টস কারখানায় ফোল্ডিংম্যান হিসেবে কাজ করতেন। 

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে স্বামী শামীম হোসেন জুইকে বাসায় রেখে কাজে যোগ দেন। পরে দুপুরে শামিম খাবার খেতে বাসায় ফিরে ঘরের দরজা বন্ধ দেখতে পান। এ সময় স্থানীয় লোকজন ঘরের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশ খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পারিবারিক কলহের জেরে জুই আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ। 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত