Ajker Patrika

রমজানে রাতে দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রমজানে রাতে দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা

আসন্ন রমজান মাসে রাতে দোকান খোলা রাখাসহ ৪ দফা দাবি জানিয়েছেন দোকান মালিক সমিতির নেতারা। আজ বৃহস্পতিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আরিফুর রহমান টিটু। 

লিখিত বক্তব্যে আরিফুর রহমান টিটু বলেন, ১৫ রমজান পর্যন্ত রাত ৮ টার পরিবর্তে রাত ১০টা এবং ১৫ রমজানের পর থেকে ঈদুল ফিতরের চাঁদ রাত পর্যন্ত ক্রেতার উপস্থিতির ভিত্তিতে দোকান খোলা রাখার অনুমতি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি। এ ছাড়া ভ্যাট আইন সহজ করে ৫টি বই সংরক্ষণের বদলে বিক্রয় মূল্যের নিট মুনাফার ওপর ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ, বিক্রেতা কি পরিমাণ পণ্য মজুত রাখতে পারবেন তার নীতিমালা প্রণয়ন, নিট মুনাফার হার নির্ধারণে ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি গঠন করার দাবিও জানাচ্ছি। 

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মেদ কবির মজুমদার তনয়সহ অন্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত