Ajker Patrika

ভণ্ডামি ও চাটুকারিতায় দেশটা নষ্ট হয়ে গেছে: শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২০: ১৮
ভণ্ডামি ও চাটুকারিতায় দেশটা নষ্ট হয়ে গেছে: শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘দেশে ভালো মানুষের বড়ই অভাব। ভণ্ডামি ও চাটুকারিতার কারণে দেশটা নষ্ট হয়ে গেছে। পরীক্ষায় ভালো ফলাফল করো বা না করো, ভালো মানুষ হওয়ার চেষ্টা করো।’ 

আজ রোববার বিকেলে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবীনদের উদ্দেশে এসব কথা বলেন তিনি। 

শামীম ওসমান বলেন, ‘যাদের মা-বাবা আছে, তাদের বলব—আপনারা সব সময় মা-বাবার সঙ্গে ভালো আচরণ করবেন। সব সময় তাঁদের দোয়া নেবেন। তাহলে আপনারা জীবনে অন্য রকম এক শান্তি অনুভব করবেন।’ 

নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে নবীনবরণ অনুষ্ঠানে নবীনদের সঙ্গে শামীম ওসমান। ছবি: আজকের পত্রিকারাজনীতির প্রসঙ্গ টেনে শামীম ওসমান বলেন, ‘দেশের আকাশে এখন শকুন উড়ছে। যেকোনো সময় মানচিত্রে থাবা দেওয়ার চেষ্টা করবে। এমন অবস্থায় রাজনীতিবিদদের উচিত সত্য বলা। রাজনীতি তাদেরই করা উচিত, যারা সত্য বলতে পারে। একই সঙ্গে সাংবাদিকতা তাদেরই করা উচিত, যারা সত্য লিখতে পারে। সাংবাদিকদের বলব, দেশকে ভালো রাখার জন্য যা করা দরকার তা আপনারা লিখেন। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটাই ইচ্ছা, আর তা হলো জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করা। তাঁর ইচ্ছা বাচ্চাদের জন্য সুন্দর একটি বাংলাদেশ তৈরি করা। আর সেই লক্ষ্যে তিনি দিনরাত নিরলস কাজ করে যাচ্ছেন।’ 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল, জেলা পরিষদ চেয়ারম্যান চন্দন শীল, জেলা কালচারাল অফিসার রুনা লায়লা প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত