Ajker Patrika

শ্রীপুরে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত

আপডেট : ০৯ জুন ২০২৪, ১৪: ৪৫
শ্রীপুরে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত

গাজীপুরের শ্রীপুরে বেপরোয়া গতির ডাম্পট্রাকের ধাক্কায় এক কারখানাশ্রমিক নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বরমী বাজারের বরামা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত নূরুল ইসলাম (৫৫) উপজেলার বরমী ইউনিয়নের বরামা গ্রামের আব্দুল কাদিরের ছেলে। তিনি বরমী ইউনিয়নের কায়েতপাড়া এলাকার মেঘনা গ্রুপের একটি কারখানার শ্রমিক। 

বরামা গ্রামের বাসিন্দা মুরাদ হোসেন বলেন, নূরুল ইসলাম সকালে বাইসাইকেলে করে তাঁর কর্মস্থলে রওনা হন। বরামা চৌরাস্তায় পৌঁছালে দ্রুতগতির একটি ডাম্পট্রাক তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি বাইসাইকেল থেকে দূরে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তিনি আরও বলেন, ঘটনার পরপরই চালক ট্রাকটি নিয়ে দ্রুত পালিয়ে যান। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাবিনা বলেন, নূরুল ইসলাম নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়েছে। 

শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই সোহেল আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত