Ajker Patrika

মণ্ডপে ভক্তদের ভিড়, করোনায় হয়নি কুমারী পূজা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মণ্ডপে ভক্তদের ভিড়, করোনায় হয়নি কুমারী পূজা

শারদীয় দুর্গোৎসবে আজ বুধবার মহাষ্টমীর দিনে মণ্ডপে মণ্ডপে ঢল নেমেছে মানুষের। রাজধানীর গোপীবাগের রামকৃষ্ণ মিশন ও মঠ পূজামণ্ডপে অনেক দর্শনার্থী এসেছিল কুমারী পূজা দেখতে। তবে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবার কুমারী পূজার আয়োজন হয়নি বলে জানিয়েছেন রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ।

পাঁচ দিনের দুর্গোৎসবের তৃতীয় দিন মহাষ্টমীতে আজ বুধবার সকালে দেবীর মহাষ্টমী কল্পারম্ভ ও মহাষ্টমী বিহিত পূজা শুরু হয়। পূজা শেষে অঞ্জলি ও প্রসাদ বিতরণ করা হয়। বিকেল অনুষ্ঠিত হয় সন্ধিপূজা। পূজা শেষে ভক্ত ও পূজারিরা অষ্টমীর পুষ্পাঞ্জলিতে অংশ নেয়।

পুরান ঢাকার তাঁতি বাজার এলাকা থেকে গোপীবাগের রামকৃষ্ণ মিশনে এসেছেন জয় বণিক। এবার কুমারী পূজা না হওয়ায় তিনি হতাশা প্রকাশ করে বলেন, 'এই মন্দিরের মূল আকর্ষণ কুমারী পূজা। প্রতি বছর দেখতে আসি। গত বছর করোনার কারণে হয়নি, ভেবেছি এবার হবে। কিন্তু এবারও হলো না।'

লক্ষ্মীবাজার এলাকা থেকে এসেছেন প্রীতি দত্ত। সঙ্গে মা অল্পনা দত্ত ও ছেলে প্রীতম সমাঝদারকে নিয়ে। প্রীতি দত্ত বলেন, 'বছরে এক বারই আসে দুর্গাপূজা। মায়ের প্রতি ভক্তি জানাতেই পূজায় আসি।'

দুর্গাপূজায় মহাষ্টমী রামচন্দ্রের জন্য প্রসিদ্ধ বলে জানালেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন ঢাকার অধ্যক্ষ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ। তিনি আজকের পত্রিকাকে বলেন, 'রামচন্দ্র সপ্তমীর দিনে রাবণের মাথা কেটে দিলেন। মহাষ্টমীর দিনে আবার রাবণের মাথা কাটলেন। অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে রাবণকে বদ করেছেন রামচন্দ্র।'

করোনায় মানুষের ভিড় এড়াতে এবার কুমারী পূজা হয়নি জানিয়ে রামকৃষ্ণ মিশন ঢাকার অধ্যক্ষ বলেন, 'দুর্গাপূজার একটি বিশিষ্ট অংশ হচ্ছে কুমারী পূজা। স্বাভাবিক  সময়ে আমাদের এখানে অষ্টমীর দিনে কুমারী পূজার আয়োজন করি। করোনার কারণে শারীরিক দূরত্ব মানা কঠিন হবে, তাই দুই বছর ধরে কুমারী পূজা বন্ধ। আগামী বছর পরিস্থিতি স্বাভাবিক হলে কুমারী পূজা হবে।'

দুর্গোৎসবের চতুর্থ দিনে আগামীকাল বৃহস্পতিবার রয়েছে মহানবমী। নিয়ম অনুসারে সকালে দেবীর মহানবমী কল্পারম্ভ ও মহানবমী বিহিত পূজা অনুষ্ঠিত হবে। পূজা শেষে পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত